নরেন্দ্র মোদীর প্রশংসায় আমির খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসার পর জনগণের জন্য শুরু করেছিলেন ‘মন কি বাত’ নামে একটি রেডিওর অনুষ্ঠান। এ অনুষ্ঠান চলতে চলতে ১০০ পর্বে পৌঁছেছে। আসছে ৩০ এপ্রিল হবে এই অনুষ্ঠানের শততম পর্ব। ‘হিন্দুস্তান টাইমস’র খবরে এমনটাই জানা গেছে।

আর এ কারণেই দিল্লিতে বিরাট আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমেই দেশের মানুষের সঙ্গে সুখ দুঃখের বিভিন্ন বিষয় আলোচনা করা হবে।

গত বুধবার দিল্লিতে ‘মন কি বাত’ ১০০ কনক্লেভ’-এ যোগ দিয়েছেন বলিউড অভিনেতা আমির খানও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ অনুষ্ঠানের ১০০ পর্ব। সেই উপলক্ষে ১০০ বিশিষ্ট অতিথি আমন্ত্রিত দিল্লির বিজ্ঞান ভবনে।

সেখানেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা। এ প্রসঙ্গে আমির খান বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নতুন ইতিহাস গড়লেন। এ অনুষ্ঠানে শুধু একা তিনি নন, দেখা মিললো অভিনেত্রী রবিনা ট্যান্ডন, ক্রীড়াবিদ দীপা মালিক, নিখাত জারিন, সেই সঙ্গে সাংবাদিকদেরও। বাদ যাননি রেডিও জকিরাও।

বলিউড অভিনেতা আমির খান জানান, ‘মন কি বাত’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের অংশ। যার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের নিয়ে চিন্তাভাবনা করেন এবং সেই সঙ্গে তাদের পরামর্শ দেন। এটি তিনি ঐতিহাসিক বলেও অ্যাখ্যা দিয়েছেন। তিনি মনে করেন ‘মন কি বাত’ অনুষ্ঠানটি জনগণের ওপর এক বিরাট প্রভাব ফেলেছে।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।