নমন ফিচারিং পপাই’র নতুন গান ‘ভুল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১ পিএম, ২১ এপ্রিল ২০২৩

‘নেশার বোঝা’, ‘অপার্থিব’, ‘ভাবালে’, ‘ভালোবাসা বাকি’র মতো আলোচিত গানের শিল্পী রাফফান ইমাম। শ্রোতামহলে তিনি ‘পপাই’ নামে পরিচিত। ঈদ উপলক্ষে এ গায়ক নিয়ে এলেন নতুন গান-ভিডিও। নমন ফিচারিং পপাই’র নতুন গান ‘ভুল’।

গানের কথা ও সুর গায়কেরই। সংগীতায়োজন করেছেন নমন। গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশা খান দূরে। ২০ এপ্রিল গানটির ভিডিও মুক্তি পেয়েছে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন: জীবনের কথায় রেহানের ‘স্মৃতির আলপিন’

এ প্রসঙ্গে নমন বলেন, বহুদিন পর আবারও আগের মতো নতুন উদ্যমে কাজে শুরু করেছি। আগের মতো বলতে অডিও সিডির আমলে যেমনভাবে নিজ তত্ত্বাবধানে ফিচারিংয়ের অ্যালবামগুলো করা হত। আমার সেই সময় অ্যালবামগুলোর মধ্যে আঁধার ব্যান্ড অনেক জনপ্রিয় হয়েছিল। এছাড়া উৎসর্গ অ্যালবামের তাহসানের কাল্পনিক প্রেম, বিমল বাউলের লালন রিটার্নস, ধুমতানা এগুলো অনেক জনপ্রিয় ছিল।

নমন আরও বলেন, সেই সময়ের অনুভূতি স্মরণ করেই এবারও ডিফারেন্ট সাউন্ড ও মিউজিক কম্পোজিশনে ফিচারিং শিল্পী হিসেবে জনপ্রিয় শিল্পী পপাই (বাংলাদেশ), কলকাতার ক্যাকটাস ব্যান্ড ও বাংলাদেশের ব্যান্ড ব্রহ্মপুত্র বাংলাদেশের ভোকাল সাকি ব্যানার্জিকে নিয়ে আঁধার ব্যান্ডের পরিচিত গান একটা দিনের নতুন ভার্সন করা হয়েছে। তাছাড়া মিলন মাহমুদের একটি ফোক গান তোরই নেশায় রক সাউন্ডে করা হয়েছে।

নতুন গানটি তৈরির গল্প জানিয়ে তিনি আরও বলেন, পপাই সম্প্রতি বাংলাদেশে কনসার্টের উদ্দেশ্যে আসার পর অল্প কয়েকদিনের মধ্যে কম্পোজিশন ট্রাকের সঙ্গে পপাইয়ের লিরিক ও সুরসহ গানটি বানিয়ে ওর আমেরিকায় যাওয়ার একদিন আগেই ভয়েজ নেওয়া হয়েছিল। যদিও গানটি করার প্লান ছিল ১ বছর আগেই। সব মিলিয়ে এবারের গান একদম নিজের মতো কম্পোজিশন করতে পেরেছি। আমি আশাবাদী সামনে আরও ভালো ভালো কাজ আসবে। ভালো মানের কাজের জন্য ভিউজ নিয়ে একদমই চিন্তিত না, যেমনটা ছিল না অডিও সিডির সময়েও। ভালো কাজই হলো একজন সংগীত শিল্পীর প্রোফাইল। যেটা ভিউজ দিয়ে হিসেব করলে হবে না।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।