দীর্ঘ বিরতির পর শাকিবের জন্য গান লিখেছেন জাহিদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৩

জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর দীর্ঘ বিরতির পর ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্য গান লিখেছেন। প্রায় ৯ বছর পর শাকিবের ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার জন্য তিনি ‘সুরমা সুরমা’ শিরোনামের একটি গান লিখেছেন।

আরও পড়ুন: বুবলীকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শাকিব খান

বিজ্ঞাপন

‘সুরমা সুরমা’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। দ্বৈতভাবে এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। গানে শাকিব খানের সঙ্গে ঠোঁট মেলাবেন শবনম বুবলী। এর কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানটি চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে।

আরও পড়ুন: আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব খান

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গীতিকার জাহিদ আকবর গানটি প্রসঙ্গে বলেন, ‘শাকিব ভাইয়ের শিকারী, নবাব, ভাইজান ছবিগুলোর দেখার পর থেকে তাকে নিয়ে গান লিখতে গিয়ে বাড়তি যত্ন রাখতে হয়েছে। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’

অন্যদিকে ‘লিডার আমিই বাংলাদেশ’সিনেমার নির্মাতা তপু খান গানটি নিয়ে বলেন, ‘গীতিকার জাহিদ আকবর ভাইয়ের লেখা গান আমার অনেক পছন্দ। তার অনেক গান জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তার মতো একজন খ্যাতিমান গীতিকারের গান আমার প্রথম ছবিতে রাখতে পেরে খুব ভালো লাগছে। গানটির কথা অসাধারণ, সুরও হৃদয় ছোঁয়া। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

উল্লেখ্য, ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটির ‘কথা আছে’ শিরোনামের একটি গান কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে। গানটি এরই মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। ঈদে এ সিনেমাটি মুক্তি পাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।