ঈদের প্রথমদিন ‘শহরে অনেক রোদ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১১ এপ্রিল ২০২৩

ঈদুল ফিতরের প্রথমদিন থেকে আসছে অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ফ্ল্যাশ ফিল্মটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূর, তানিয়া, নাদের চৌধুরী। রচনা করেছেন সোহাইল রহমান।

আরও পড়ুন: গ্যারেজের গল্পে নিলয়-হিমি

গল্পে দেখা যাবে, এই শহরে থাকার বলতে যা আছে অনিকের তা হলো খালা আর খালু। নিঃসন্তান এই পরিবারের কাছে অনিক যেন তাদের ছেলের মতোই। কিন্তু অতি ভালোবাসা যে মাঝে-মাঝে অত্যাচার হয়ে যায় তা নিত্যই টের পায় অনিক। বিশেষত খালা বাসায় ডেকে নিয়মিতই বিভিন্ন মেয়ে দেখাতে থাকে তাকে। কিন্তু অনিকের বিয়েতে অনীহা মেয়েই যে পছন্দ হয় না।

আরও পড়ুন: ঈদ আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২২ নাটক

অবশেষে অনিকের যখন একজনকে পছন্দ হয় তখনই লেগে যায় মহাপ্যাঁচ। একদিকে খালা-খালু দাম্পত্য জীবনে নেমে আসে আজব দুর্ঘটনা, অন্যদিকে অনিক বুঝে নেয় কিছু প্রেম কখনোই পায় না পরিণতি।

মিজানুর রহমান আরিয়ান বলেন ‘এই রোদ গ্রীষ্মের রোদের মত কড়া নয় এই রোদ শীতের সকালের রোদের মতো মিষ্টি। একটা মিষ্টি প্রেমের গল্পে নির্মিত হয়েছে শহরে অনেক রোদ। আশা করছি এটা গ্রীষ্মের এই তাপে এইটু হলেও শীতলতা ছড়াবে।

মিষ্টি প্রেমের দুষ্টুমিতে ভরা প্রাণমাতানো গল্পে আসছে দীপ্ত প্লে’র নতুন অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।