বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সিয়াম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৩

রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী। কেউ কেউ একেবারে নিঃস্ব হয়েছেন।

এসব নিঃস্ব ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন নতুন প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। তিনি আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দের মাধ্যমে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: বঙ্গবাজারের পোড়া জিন্সের প্যান্ট ১ লাখ টাকায় কিনলেন অপূর্ব

বিষয়টি বিদ্যানন্দের ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে একটি পোস্ট বিদ্যানন্দ ফাউন্ডেশন জানিয়েছে, চড়া দামে পোড়া কাপড় কিনেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

পোস্টে আরও লেখা হয়েছে, আলমারির সামনেই থাকুক কাপড়টি। যেন বিভিন্ন দুর্ঘটনায় ভুক্তভোগীর চেহারা চোখে ভাসে। বঙ্গবাজারের কর্মচারীরা হুট করে আয় হারিয়েছে। সারাবছরের খরচ মেটাতে অনেকেই ঋণ নেয়, যা বছরের এই সময়টার আয়ে পরিশোধ করে।

আরও পড়ুন: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নিপুণ

বিদ্যানন্দ নগদ দেড় কোটি টাকা তুলে দিতে চাচ্ছে এমন মানুষের হাতে। প্রশাসনের অনুমতি এবং সার্ভে শেষে দ্রুত তুলে দেয়া হবে এই অর্থ।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।