বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০৩ মার্চ ২০১৬

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা ইসরাত পায়েল। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী শাহরিয়া কবির। পেশায় অর্থনৈতিক বিশ্লেষক। গত ১ মার্চ পারিবারিকভাবেই বিয়ে হয়েছে পায়েলের।

জাগো নিউজকে পায়েল বলেন, ‌‌‘হুট করেই বিয়েটা সেরে ফেললাম। পরিবারের পছন্দে তাদের আয়োজনেই বিয়ে হয়েছে।’

পায়েল আরো বলেন, ‘গত ২৮ তারিখ পাত্র পক্ষ আমাকে দেখতে এসে আংটি পরিয়ে যায়। এরপর ২৯ তারিখ শেষ হয় গায়ে হলুদ এবং ১ তারিখ সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। জীবনসঙ্গী হিসেবে শাহরিয়াকে পেয়ে আমি অনেক সুখী। সকলের কাছে দোয়া চাই যাতে বাকিটা জীবন আমরা একসঙ্গে সুখে কাটাতে পারি।’  

জানা গেছে, পায়েলের স্বামী শাহরিয়া কবির দীর্ঘদিন যাবত যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিয়ে করতেই তিনি ঢাকায় এসেছেন। কিছুদিনের মধ্যেই পেশাগত কারণে উড়াল দেবেন সুদূর আমেরিকা।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।