প্রশংসিত তাহসান-সুজানা জুটি


প্রকাশিত: ০৮:০৯ এএম, ০২ মার্চ ২০১৬

এবারের ভালোবাসা দিবস উপলক্ষ্যে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছিলেন নাটক ‘তাই তোমাকে’। সেখানে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছিলেন কণ্ঠ তারকা তাহসান খান ও জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর।

ইউটিউবে প্রচার হওয়ার পর শোবিজের জনপ্রিয় এই দুই তারকা প্রথমবার একসঙ্গে কাজ করে ভূয়সী প্রশংসা পাচ্ছেন।

জাগো নিউজকে সুজানা বলেন, ‘মিডিয়াতে আমি এক যুগের বেশি সময় ধরে কাজ করছি। প্রথম থেকেই সকলের ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি। তবে তাহসান ভাইয়ের সঙ্গে এবারের ভালোবাসা দিবসে ‘তাই তোমাকে’ নাটকের কাজটি করে অনেক প্রশংসা পেয়েছি। এককথায় নাটকটি নিয়ে যেমন প্রত্যাশা ছিল তার চেয়েও বেশি পূরণ হয়েছে। কেননা, এটি টিভিতে প্রচার হয়নি। ইউটিউবেও যে নাটকের জন্য এমন সাড়া পাবো ভাবতেই পারিনি।’

সুজানা আরো বলেন, ‘আমার কাজ কম বলে অনেকেই অভিযোগ করেন, মন খারাপ করেন। তাদের জন্য বলছি- আমি সবসময় বেশি কাজ করার চাইতে ভালো মানের কাজকে বেশি গুরুত্ব দিয়েছি। যেমনটা ‘তাই তোমাকে’ নাটকটি। এ ধরণের কাজ হলে আমি সবসময়ই করবো। একই সঙ্গে ইচ্ছে আছে তাহসান ভাইয়ের সঙ্গে আগামীতেও কাজ করবো।’  

তাছাড়া নাটকের নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের প্রশংসা করে সুজানা বলেন, ‘সে মেধাবী একজন পরিচালক। নতুনদের মধ্যে তার কাজগুলো বেশ ভালো লাগে। আর্টিস্টদের কাছ থেকে সেরা কাজ আদায় করে নেওয়া থেকে শুরু করে কস্টিউম পর্যন্ত সে খুঁটে খুঁটে দেখে। আমার বিশ্বাস আগামীতে সে অনেক বড় মাপের একজন নির্মাতা হবে।’  

আলাপের এক ফাঁকে সুজানা হাসির ছলে এও বলেন, ‘নাটকের শেষের দিকে একটি ডায়ালগ আছে যেখানে তাহসান ভাই আমাকে বলেন তুমি কাঁদলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। এখন সবাই আমাকে তাই বলছেন! কাঁদলে নাকি আমাকে বেশি সুন্দর লাগে।’

এদিকে, ‘তাই তোমাকে’ নাটকে ‘ভালোবাসা মানে’ শিরোনামে তাহসানের গাওয়া রোমান্টিক গানটিও পেয়েছে দারুণ জনপ্রিয়তা। এখন পর্যন্ত গানটিতে ভিউ পড়েছে প্রায় সাড়ে তিন লাখের কাছাকাছি। একই সাথে চোখে পড়েছে শ্রোতাদের প্রশংসিত সব মন্তব্যও।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান আগেই জানিয়েছিলেন, ‘তাই তোমাকে’ নাটকটি কোনো টিভি চ্যানেলে প্রচারিত হবে না। কাইনেটিক নেটওয়ার্ক প্রযোজিত নাটকটি ভালোবাসা দিবসে বিরতিহীনভাবে ইউটিউবে প্রচারিত হবে। নির্মাতা তার কথা রেখেছেন।

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।