বাংলাদেশে হঠাৎ যে কারণে ঋতুপর্ণা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১১ মার্চ ২০২৩

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। শুক্রবার (১০ মার্চ) হঠাৎ করেই ঢাকায় আসেন এই নায়িকা। তবে কোনো শুটিংয়ের জন্য নয়, ঋতুপর্ণার এই সফর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে।

জানা গেছে, শুক্রবার একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর গতরাতে (১০ মার্চ) রাতে নারায়ণগঞ্জ ক্লাবের একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবেন। আরও জানা গেছে, অনুষ্ঠান শেষ করে দেখা করবেন পরিচিত ও কাছের কয়েকজনের সঙ্গে। আগামী পরশু কলকাতায় ফিরে যাবেন ঋতুপর্ণা।

বিজ্ঞাপন

Ritu-1.jpg

এদিকে ঢাকার সঙ্গে সম্পর্কটা বহু পুরনো ঋতুপর্ণা সেনগুপ্তের। এখানে অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন। বর্তমানেও ফেরদৌসের সঙ্গে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমায় কাজ করছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

টালিউড অভিনেত্রী ঋতুপর্ণার বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি ‘সাগরিকা’, ‘ভন্ড প্রেমিক’, ‘চেয়ারম্যান’, ‘রাঙা বউ’সহ বেশ কিছু ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।