প্রথমবার ঢাকায় আসছেন শ্রাবন্তী


প্রকাশিত: ১২:৩০ পিএম, ০১ মার্চ ২০১৬

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী প্রথমবারের মত ঢাকায় আসছেন। দিনক্ষণ চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে ৭ মার্চ ঢাকার মাটিতে পা রাখবেন তিনি।

শ্রাবন্তীর ঢাকায় আসার মূল কারণ দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ চলচ্চিত্রটি। সেখানে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। ছবিতে শ্রাবন্তীর বিপরীতে নায়ক হিসেবে থাকবেন শাকিব খান। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ওপারের এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি যৌথভাবে নির্মিত হবে।

জাজ মাল্টিমিডিয়া সূত্র জানায়, আগামী ৭ তারিখ শ্রাবন্তী ঢাকায় আসবেন এটা চূড়ান্ত। তিনি আসার পর ‘শিকারি’ ছবির মহরত অনুষ্ঠিত হবে এবং ১০ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে।

‘শিকারি’ ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করবেন শ্রাবন্তী। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশ থেকে সীমান্ত আর কলকাতার পরিচালক জয়দেব।

এনই/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।