লিওনার্দোকে বাংলাদেশি তারকাদের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো। অস্কার পেলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। তবে তিনি এবার অস্কার পাবেন কিনা, সেটা নিয়ে সংশয় ছিলো। কেননা, বারবার খালি হাতে ফিরেছেন তিনি। কিন্তু এবার আর তেমনটি হয়নি।

‘রেভেন্যান্ট’ ছবির জন্য অবশেষে সেরা অভিনেতার সম্মান পেলেন লিও। এর আগে এই বিভাগে বেশ কয়েকবার মনোনিত হয়েও পাননি অস্কার। লিওয়ের হাতে অস্কার পুরস্কার ওঠায় দারুণ খুশি দুনিয়াজুড়ে তার কোটি কোটি ভক্তরা। উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশি শোবিজের তারকারাও। অনেকে খুশি হয়ে পছন্দের এই তারকাকে শুভেচ্ছা জানাতে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

নির্মাতা অমিতাভ রেজা
জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা লিওনার্দোকে উদ্দেশ্য করে স্ট্যাটাসে লেখেন, ‘আমার চোখে পানি চলে আসতেছে ডি ক্যাপরিও জন্য। শেষ এ রকম কান্না করেছিলাম ক্যাভি কুশি ক্যাভি গ্যাম দেখে।’

দীপঙ্কর দীপন
নির্মিতব্য ‘ঢাকা অ্যাটাক’ ছবির এই নির্মাতা তার ফেসবুকে লিওনার্দো ডি ক্যাপ্রিওর একটি ছবি পোষ্ট করে ক্যাপশনে লেখেন, ‘অবশেষে সে পেল। অস্কারে সেরা অভিনেতা ২০১৫। তোমাকে ভালোবাসি লিও, সবসময় ভালোবাসি।’

মোস্তফা কামাল রাজ
বিজ্ঞাপন নাটক এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা কামাল রাজ লেখেন, ‘অভিনন্দন লিওনার্দো’।

শবনম ফারিয়া
জনপ্রিয় মডেল অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘অবশেষে ডি ক্যাপ্রিও অস্কার পেল। তুমিই এটার প্রাপ্য। যখন আমি তোমার ‘রেভেন্যান্ট’ ছবিটি দেখি তখনই আমি সবাইকে বলেছিলাম এবার ক্যাপ্রিওকে কেউ অস্কার থেকে বঞ্চিত করতে পারবেনা এবং সে পেরেছে।’

মাবরুর রশিদ বান্নাহ
নাটক নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ তার স্ট্যাটাসে লিওকে ইঙ্গিত করে লেখেন, ‌‘সত্যিই সে অস্কার পাওয়ায় অনেক খুশি হয়েছি।’

সাবিলা নূর
মডেল অভিনেত্রী সাবিলা নূর লিখেন, ‘আমি লিওয়ের অনেক বড় ভক্ত। কিন্তু দুঃখের সাথে বলছি যে, লিওনার্দো ডি ক্যাপ্রিও এ বছর অস্কার আশা করেন না।’ এই স্ট্যাটাসের বেশ সমালোচনার মুখে পড়েছেন এই তরুণী অভিনেত্রী অনেকেই সাবিলার মন্তব্যকে লিও’র বিপরীতে দেখছেন। কিন্তু সাবিলা জানালেন,  স্ট্যাটাসের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে লিওনার্দোর আরো আগেই অস্কার পুরস্কার পাওনা ছিল।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।