অবশেষে অস্কার পেলেন লিওনার্দো!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬


অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান শেষ হলো হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর। ক্যারিয়ারের মধ্য গগনে এসে দেখা পেলেন অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতি অস্কার পুরস্কারের। এবং দীর্ঘ ক্যারিয়ার জীবনে এটিই ছিলো তার প্রথম একাডেমি অ্যাওয়ার্ডস।

সোমবার লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় একাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসর। আর সেখানেই সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে সেরা অভিনেতা ক্যাটাগরিতে অস্কার জিতে নেন এই টাইটানিক তারকা। তাই অস্কারে নিজের নামটি ঘোষণার পর লিও ছিলেন খানিকটা বেশিই আবেগাক্রান্ত। তিনি মঞ্চে উঠবার সময় পুরো অডিটরিয়াম তার সম্মানে দাঁড়িয়ে করতালি দিয়েছিলো। দেখে মনে হলো, হলিউডের তারকারাও যেন বিশাল দায় থেকে বেঁচে গেলেন লিওনার্দোর অস্কার প্রাপ্তিতে।

২০১৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া তার ছবি ‘দ্য রেভনেন্ট’র জন্য এই পুরস্কার জিতে নেন তিনি। রেভেনেন্ট ছবিটিতে জলবায়ুর পরিবর্তন এবং প্রতিকূল পরিবেশেও একজন মানুষের প্রাণপণ বেঁচে থাকার চেষ্টাকে বড় করে দেখানো হয়। আর সমালোচকরা বলছেন এমন দুর্দান্ত অভিনয়ের ফলেই এবার অস্কারের জন্য এগিয়ে ছিলেন লিওনার্দো।

অস্কার প্রাপ্তির পর মঞ্চে উঠে লিওনার্দো ডি ক্যাপ্রিও পরিবেশ দূষন, বিশ্ব দারিদ্রতা ও অসহায় মানুষদের দুঃখ দুর্দশা, এবং পরিবেশ রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণের দিকে সবাইকে মনযোগী হতে বিশেষভাবে অনুরোধ করেন।

অভিনয় জীবনে ‘টাইটানিক’, ‘রোমিও জুলিয়েট’, ‘ব্লাড ডায়মন্ড’ ও ‘ইনসেপশন’র মতো সাড়া জাগানো আরো অনেক ছবি করেও অস্কারের দেখা পাননি লিওনার্দো। এর আগে ছয়বার তিনি সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন! কিন্তু পুরস্কার মিলেনি। তাই ভক্তরা এক প্রকার আশাই ছেড়ে দিয়েছিলেন এই ভেবে যে প্রিয় তারকার বুঝি আর অস্কার ছোঁয়া হলোনা। কিন্তু মনোনয়নের সপ্তমবারে এসে সেই অস্কার অলংকৃত করল লিওনার্দোর হাত।

প্রসঙ্গত, এবারের সেরা ছবিতে অস্কার জিতে নিয়েছে টম ম্যাকার্থির ‘স্পটলাইট’। সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন ‘দ্য রেভেন্যান্ট’ ছবির নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। আর সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে ব্রিয়ে লারসনের হাতে। লেনী আব্রাহামসন পরিচালিত ‘রোম’ ছবির জন্য চলচ্চিত্রের সর্বোচ্চ এই সম্মান জিতে নিয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা।

এক নজরে দেখে নিন এবারের অস্কার বিজয়ীদের নাম : -

সেরা চলচ্চিত্র: স্পটলাইট
পরিচালক: আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু (দ্য রেভেন্যান্ট)
অভিনেতা: লিওনার্ডো ডিক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)
অভিনেত্রী: ব্রি লারসন (রুম)
পার্শ্ব অভিনেতা: মার্ক রাইল্যান্স (ব্রিজ অব স্পাইস)
পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসিয়া ভিক্যান্ডার (দ্য ডেনিশ গার্ল)
চিত্রনাট্য (মৌলিক): স্পটলাইট (টম ম্যাককার্থি, জশ সিঙ্গার)
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): দ্য বিগ শর্ট (অ্যাডাম ম্যাককে, চার্লস র্যানডলফ)
পোশাক পরিকল্পনা: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (জেনি বিভ্যান)
শিল্প নির্দেশনা: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (কলিন গিবসন, লিসা থম্পসন)
রূপসজ্জা ও চুলসজ্জা: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (লেসলি ভ্যান্ডারওয়াল্ট, এলকা ওয়ারডেগা, ড্যামিয়েন মার্টিন)
চিত্রগ্রহণ : ইমানুয়েল লুবেজকি (দ্য রেভেন্যান্ট)
চলচ্চিত্র সম্পাদনা: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (মার্গারেট সিক্সেল)
শব্দ সম্পাদনা: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (মার্ক ম্যাঙ্গিনি, ডেভিড হোয়াইট)
শব্দ মিশ্রণ: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (ক্রিস জেনকিন্স, গ্রেগ রুডলফ, বেন ওসমো)
স্বল্পদৈর্ঘ্য ছবি (অ্যানিমেটেড): বিয়ার স্টোরি (গ্যাব্রিয়েল ওসোরিও, প্যাটো এসক্যালা)
অ্যানিমেটেড ছবি: ইনসাইড আউট
ভিজ্যুয়াল ইফেক্টস: এক্স মেকিনা (অ্যান্ড্রু হোয়াইটহার্স্ট, পল নরিস, মার্ক আর্ডিংটন, সারা বেনেট)
প্রামাণ্যচিত্র (ফিচার): অ্যামি
বিদেশি ভাষার ছবি: সান অব সাউল (হাঙ্গেরি)
মৌলিক সুর সংযোজন: এনিও মোরিকন (দ্য হেইটফুল এইট)
মৌলিক গান: রাইটিংস অন দ্য ওয়াল (স্যাম স্মিথ, ছবি: স্পেক্টর)
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস (শারমিন ওবায়েদ-চিনয়)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: স্টাটারার

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।