সিনেমার প্রচারণায় তারা বইমেলায়

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) প্রেক্ষাগৃহে আসছে ভালোবাসার সিনেমা ‘কথা দিলাম’। সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম।

বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত ‘কথা দিলাম’ সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে আজ (৭ ফেব্রুয়ারি) বিকেলে একুশে বইমেলায় জামশেদ-কেয়ার ‘কথা দিলাম’ টিম গিয়েছিল।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে কেয়া-জামশেদের ‘কথা দিলাম’

এ প্রসঙ্গে চিত্রনায়িকা কেয়া বলেন, আমি প্রথমবার সিনেমার প্রচারণায় বইমেলায় এসেছি। আমাদের ‘কথা দিলাম’ সিনেমাটি আগামী ১০ ফেব্রুয়ারি সারাদেশে সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সেই সিনেমার প্রচারণায় অংশ হিসেবে এসেছি। খুব ভালো লাগছে বইমেলায় এসে। দর্শকের সঙ্গে কথা হচ্ছে। তার কথা দিচ্ছেন হলে গিয়ে ‘কথা দিলাম’ সিনেমাটি দেখবেন।

আরও পড়ুন: কাতার থেকে ‘কথা দিলাম’ সিনেমার প্রচারণা শুরু

তিনি আরও বলেন, সামাজিক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। ‘কথা দিলাম’ টাইটেল গানের কথাগুলো চমৎকার। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।

Film-Cover-(1).jpg

অভিনেতা জামশেদ বলেন, প্রত্যকেবার বইমেলায় আসি বন্ধদের সঙ্গে বই কিনতে। কিন্তু এবার ভিন্ন রকমভাবে প্রথমবার এসেছি বইমেলায় আমার অভিনীত সিনেমা‘কথা দিলাম’ প্রচারণার অংশ নিতে বইমেলায় এসেছি। খুব ভালো লাগছে বই মেলায় এসে। সারা জীবন স্মৃতি হয়ে থাকবে ।

আরও পড়ুন: ট্রেলার প্রকাশ পেল ‘কথা দিলাম’ সিনেমার

প্রযোজক জসিম উদ্দিন আকাশ বলেন, খুব ভালো লাগছে বই মেলায় ‘কথা দিলাম’ সিনেমার প্রচারণায় এসেছি। সবাই বলছে আমাদের সিনেমাটা দেখতে যাবে সিনেমা হলে।

বিডি২৯মাল্টিমিডিয়া নিবেদিত জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

জামশেদ-কেয়া ছাড়াও ‘কথা দিলাম’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।