ভাষার মাসে পাঁচ সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’।

প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।

আরও পড়ুন: নিপুণ-মুন্নার ‘ভাগ্য’ মুক্তি পাচ্ছে ২১ সিনেমা হলে

বুধবার বসুন্ধরা সিটি শপিংমলে স্টার সিনেপ্লেক্সে সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ভাষার মাসে পাঁচ সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’

জাগো নিউজকে সিনেমাটির নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, আপাতত পাঁচটি সিনেপ্লেক্সে এটি মুক্তি পাবে। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে সিনেমাটি। এছাড়া সিনেমা হলে ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক টিকিটে এটি দেখানো হবে।

আরও পড়ুন: সাব্বিরের নতুন নাটক ‘আলাদিন’

সিনেমায় আরও অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। ‘বীরকন্যা প্রীতিলতা’র সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

এমআই/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।