জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘পদ্মাপুরাণ ‘ সিনেমার হ্যাটট্রিক

নির্মাতা বললেন, দায়িত্ব আরও বেড়ে গেলো

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

তরুণ চলচ্চিত্র নির্মাতা রাশিদ পলাশ। তার নির্মিত প্রথম সিনেমা ‘পদ্মাপুরাণ’ দিয়ে বাজিমাত করেছেন। দেশীয় চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে দেখা যায়, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্বচরিত্রে শম্পা রেজা (পদ্মাপুরাণ); শ্রেষ্ঠ গায়ক কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মাপুরাণ); শ্রেষ্ঠ গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মাপুরাণ) পুরস্কার লাভ করেছেন।

এই প্রসঙ্গে জাগো নিউজকে রাশিদ পলাশ বলেন, প্রথমে ধ্যনবাদ দিতে চাই ‘পদ্মাপুরাণ’ টিমকে। তারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন বলে আমি ‘পদ্মাপুরাণ’ বানাতে পেরেছি। তা না হলে ‘পদ্মাপুরাণ’ নির্মাণ করা সম্ভব হতো না। ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছে এই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু চাপ অনুভব করছি। দায়িত্ব আরও বেড়ে গেলো। সামনে কাজগুলো আরও বেশি দায়িত্ব নিয়ে করতে হবে।

এদিকে ‘পদ্মাপুরাণ’ সিনেমা খ্যাত পরিচালক রাশিদ পলাশের নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’। সিনেমাটি তিনি মুক্তি দিতে চান আসছে বিশ্ব ভালোবাসা দিবসে। বর্তমানে নির্মাতা রাশেদ পলাশ ‘রঙবাজার’ নামের একটি সিনেমা কাজ শেষ করছেন। জানা গেছে এই সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছেন সংস্থা লাইভ টেকনোলজি।

অন্যদিকে প্রীতিলতাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটির প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরীমণি। এ সিনেমা প্রযোজনা করছে ‘ইউ ফর সি’ নামের একটি প্রোডাকশন হাউজ।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।