ফারুকীর ‘শনিবার বিকেল’ কবে আসছে প্রেক্ষাগৃহে?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে কবে?-ভক্তদের কাছ থেকে এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন এই সিনেমার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফারুকী তার ভক্ত-অনুরাগী ও সিনেমাপ্রেমীদের কাছ থেকে এ বিষয়ে অনেক চিঠি পেয়েছেন। এতো চিঠি পেয়ে ফারুকী বিস্মিত হয়েছেন। চিঠির জবাব তিনি তার ফেসবুকে দিয়েছেন। আজ (২৭ জানুয়ারি) এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন ফারুকী।

আরও পড়ুন: মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই

স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘আমার ঠিক মনে পড়ে না শেষ কবে আমি এতো চিঠি পেয়েছি। বেশিরভাগ চিঠিরই ভাষ্য প্রায় এক, ‘ট্রেলার কবে আসবে?’ ‘ছবি মুক্তি পাচ্ছে কবে’!

ফারুকী আরও লেখেন, ‘যদিও আপীল বিভাগ শনিবার বিকেল মুক্তি দেয়ার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, তারপরও আমরা আসলে এখনো সেন্সর বোর্ডের কিছু দাপ্তরিক প্রক্রিয়ার মধ্যে আছি। আশা করছি রোববারের মধ্যেই সব কাজ শেষ হবে। এবং শেষ হওয়া মাত্রই আমরা ট্রেলার রিলিজ করবো। এবং তারপর দ্রুততম সময়ে আমরা ছবিটা মুক্তি দিবো।’

আরও পড়ুন: ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই, যা বললেন ফারুকী

মুক্তির বিষয়ে ফারুকী লেখেন, ‘আমরা জানি সাধারণত ট্রেলার রিলিজের পর একটা মোটামুটি গ্যাপ দিয়ে ছবি মুক্তি দেওয়া হয়। কিন্তু আমাদের কেসটা যেহেতু ‘অ-সাধারণ’, সেহেতু আমরা এই ক্ষেত্রেও ‘অ-সাধারণ’ পথে হাঁটবো। ট্রেলার রিলিজের এমন কি একদিন পরও আমরা ছবি রিলিজ করতে প্রস্তুত। অর্থাৎ ফারাজ রিলিজের দিন বা একদিন আগে হলেও আমরা শনিবার বিকেল মুক্তির প্রস্তুতি নিচ্ছি।’

প্রচারণার কথা উল্লেখ করে ফারুকী আরও লেখেন, ‘আমরা হয়তো প্রি-রিলিজ ক্যাম্পেন করার সময় পাবো না, কিন্তু আমাদের সাহস তো আপনারা। ফলে আমরা চিন্তিত না। সবাই মিলে এক সাথে পার হবো এই দূর্গম গিরি।’

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।