‘পাঠান’ সিনেমা দেখার জন্য কত টিকিট অগ্রিম বুকিং হয়েছে?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২০ জানুয়ারি ২০২৩

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা নিয়ে দর্শকদের মাঝে ক্রমেই আগ্রহ বাড়ছে। আসছে ২৫ জানুয়ারি মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি। ‘পাঠান’ সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা এরই মধ্যে লক্ষ্য করা গেছে।

শাহরুখ ভক্তরা সিনেমা মুক্তি ঘোষণার পরই নেট দুনিয়ায় যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তা দেখে রীতিমতো অবাক হতে হয়। আর সিনেমা মুক্তির দিন যতই এগিয়ে আসছে, ততই তারা উত্তেজনা প্রকাশ করছেন। বক্স অফিস কালেকশনে ‘পাঠান’ যে ঝড় তুলতে চলেছে, তা দেখ বেশ আন্দাজ করা যাচ্ছে, শাহরুখ নতুন কোনো রেকর্ড গড়তে যাচ্ছেন।

আরও পড়ুন: ট্রেলারেই বাজিমাত করেছে শাহরুখের ‘পাঠান’

এরই মধ্যে আলোচনায় এসেছে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পর্যন্ত এই সিনেমার অগ্রিম টিকিট বুকিংয়ের সংখ্যা। তা দেখেই সিনেমার প্রথম দিনের বক্স অফিস কালেকশন কতটা হতে পারে, তা খানিকটা আন্দাজ করতে পারছেন ট্রেড অ্যানালিস্টরা।

সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘পাঠান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং নিয়ে একটি পোস্ট করেছেন। তার পোস্ট থেকে জানা যাচ্ছে, শুক্রবার (২০ জানুয়ারি) থেকে পুরোদমে শুরু হয়েছে এই সিনেমার অগ্রিম টিকিট বুকিং। তবে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে শুরু হয়েছে এই সিনেমার অগ্রিম টিকিট বুকিং।

আরও পড়ুন: ঝড় তুলেছে শাহরুখের ‘পাঠান’ সিনেমার দ্বিতীয় গান 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে এগারোটা পর্যন্ত ১ লাখ ১৭ হাজার টিকিট অগ্রিম বুকিং হয়েছে। এর ফলে বোঝাই যাচ্ছে, প্রথমদিন বক্স অফিসে কতটা ঝড় তুলতে যাচ্ছে কিং খানের এই সিনেমা।

উল্লেখ্য, বলিউড বাদশা শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। সিনেমা ব্যর্থ হওয়ার পর দীর্ঘ বিরতিতে চলে যান বাদশা।

আরও পড়ুন: ‘বেশরম রং’ বিতর্কের মাঝেই ‘পাঠান’ সিনেমার নতুন গান

টানা চার বছরের বিরতি শেষে ‘পাঠান’ সিনেমা দিয়ে বাদশার রাজকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে শাহরুখ ছাড়াও দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে অভিনয় করতে দেখা যাবে।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।