হাসপাতালে নাদিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। গত ১৭ জানুয়ারি রাতে হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ভক্তদের বিষয়টি জানান এ অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘গতকাল রাতে (১৭ জানুয়ারি) হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় আজ (১৮ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হতে হলো। এ জন্য আমি সব ধরনের শুটিং থেকে আপাতত বিরতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ নাদিয়ার এমন পোস্টে ভক্তরা তার সুস্থতা কামনা করে কমেন্ট করেছেন।

বিজ্ঞাপন

এদিকে অসুস্থ হওয়ার আগে বেশকিছু ধারাবাহিক, খণ্ড নাটক ও বিজ্ঞাপনচিত্রে ব্যস্ত ছিলেন তিনি। সুস্থ হলেই এসব কাজে আবারও অংশ নেবেন তিনি।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।