এই প্রথম এক ছবিতে দুই বোন


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৬ জুলাই ২০১৪

বেশ কিছু নাটকে এর আগে একসঙ্গে অভিনয় করলেও এবারই প্রথম দুই বোন শর্মিলী আহমেদ ও ওয়াহিদা মল্লিক জলি একই ছবিতে অভিনয় করছেন। মাদক বিরোধী একটি ছবি নির্মাণ করছেন ড. অরূপ রতন চৌধুরী। ছবিটির নাম ‘স্বর্গ থেকে নরক’। এই ছবিতেই প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন তারা। এরই মধ্যে ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি শুরু করলেও শর্মিলী আহমেদ শুক্রবার থেকে ছবিতে অভিনয় শুরু করবেন। এখানে শর্মিলী আহমেদ অভিনয় করছেন ফেরদৌসের মায়ের চরিত্রে এবং জলি অভিনয় করছেন নিপুণের মায়ের চরিত্রে।

একসঙ্গে একই ছবিতে অভিনয় প্রসঙ্গে শর্মিলী আহমেদ বলেন, এটা আসলে সত্যিই অনেক ভাললাগার যে আমরা দুই বোন একই ছবিতে কাজ করতে যাচ্ছি। আশা করি ভাল কিছুই হবে। ওয়াহিদা মল্লিক জলি বলেন, আমি এরই মধ্যে কাজ শুরু করেছি। সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই ছবিটিতে কাজ করছি আমি। এতে আমার বড় বোনও কাজ করবেন। তাই সত্যিই অনেক ভাল লাগা কাজ করছে। শর্মিলী আহমেদ ও ওয়াহিদা মল্লিক জলি সর্বশেষ সকাল আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘খেয়া’তে একসঙ্গে অভিনয় করেছেন। নাটকটি এখনও প্রচারে আসেনি। এদিকে আসছে ঈদ উপলক্ষেও দুই বোন নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন। শর্মিলী আহমেদ আগামীকাল শুটিং করছেন রেজওয়ান হিরো পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘আকবর দি গ্রেট’-এ। এছাড়া তিনি শেষ করেছেন আমজাদ হোসেন পরিচালিত ‘জব্বর আলী’ ধারাবাহিক নাটকের কাজ। পারভীন সুলতানা দিতি ও ইদ্রিস হায়দারের নির্দেশনাতেও তিনি দুটি নাটকে অভিনয় করেছেন। আর ওয়াহিদা মল্লিক জলি সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘রঙ্গের মানুষেরা কেমন আছে’ ও ‘জুয়াবাজি’ টেলিফিল্মসহ নাজনীন হাসান চুমকির নির্দেশনায় ‘প্রেম নাকি ভালবাসা’ টেলিফিল্মেও অভিনয় করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।