‘পায়ের ছাপ’ সিনেমা দিয়ে মেঘলা মুক্তার চলচ্চিত্রে অভিষেক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২২
চিত্রনায়িকা মেঘলা মুক্তা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সাইফুল ইসলাম মাননুর পরিচালনায় নির্মিত হয়েছে ‘পায়ের ছাপ’ সিনেমাটি। এটি শুক্রবার (২৩ ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ সিনেমার মাধ্যমে ভারতের পর বাংলাদেশে অভিষেক হচ্ছে চিত্রনায়িকা মেঘলা মুক্তার।

সিনেমাটি মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), সনি স্কয়ার (মিরপুর), ব্লকবাস্টার সিনেমা (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা হল, লায়ন সিনেমা (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম) চন্দ্রিমা (শ্রীপুর), ছায়াবানী (ময়মনসিংহ), মধুবন (বগুড়া), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা) হলে সিনেমাটি দেখানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাইফুল ইসলাম মাননু, দীপা খন্দকার, মেঘলা মুক্তা, প্রাণ রায়, করবী মিজান, রিপন খান, ফুয়াদ নাছের বাবু প্রমুখ।

jagonews24

ফরিদুর রেজা সাগর বলেন, ইমপ্রেস টেলফিল্মের সিনেমা দিয়ে প্রথম অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমসহ লাক্স তারকারা সিনেমা করেছেন। ‘পায়ের ছাপ’ সিনেমা দিয়ে ইমপ্রেসের মাধ্যমেও মেঘলা মুক্তার অভিষেক হতে যাচ্ছে। আগামীতে ইমপ্রেস টেলিফিল্ম আরও ভালো ভালো কাজ করবে।

সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে মাননু বলেন, ‘পায়ের ছাপ’ দেখে যদি মানুষ জীবন পরিবর্তনের গতিপথ খুঁজে পায়, সাহস পায় সেটাই হবে এই ছবির সার্থকতা। এমন একটি কাজ করার সুযোগ দেওয়ায় ইমপ্রেস টেলিফিল্ম কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তেলেগু সিনেমায় আগেই অভিষেক হয়েছে মেঘলা মুক্তার। ‘পায়ের ছাপ’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, তেলেগু সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কোনো একটা জায়গায় অতৃপ্তি কাজ করছিল। সবসময় চাইতাম নিজের ভাষায় নিজের দেশে ভালো কাজ করার। ‘পায়ের ছাপ’ তেমনই একটি সিনেমা। আমার সেই তৃপ্তি এনে দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। এই সিনেমা করতে গিয়ে জীবনের নতুন বোধ ও উপলব্ধি পেয়েছি। দর্শক সিনেমাটি দেখলে জীবনের নতুন করে বাঁচার উৎসাহ পাবেন।

এরই মধ্যে ‘পায়ের ছাপ’ সিনেমার গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। এতে আরও অভিনয় করছেন দীপান্বিতা মার্টিন, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া। নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে ‘পায়ের ছাপ’ সিনেমায়। সংশ্লিষ্টরা জানান, এই সিনেমাটি নারীর ক্ষমতায়ন ও নারী স্বাধীনতায় অনুপ্রেরণা জোগাবে।

এমআই/এমএমএফ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।