ভক্তদের ভালোবাসা-শুভেচ্ছার জবাবে শাবনূরের গান ও উড়ন্ত চুমু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূর। আজ (১৭ ডিসেম্বর) তার জন্মদিন উপলক্ষে ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন। সেই সঙ্গে শোবিজের তারকারাও তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। সবার এ ভালোবাসা ও শুভেচ্ছায় আপ্লুত শাবনূর।

শুভেচ্ছা বার্তা ও জন্মদিনের অভিনন্দনে সাড়া দিয়ে শাবনূরও তার ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিও বার্তায় দেখা গেছে, গাড়িতে কোথাও যাচ্ছেন শাবনূর। যাত্রাপথে তার প্রিয় অনুরাগী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কিন্তু ভিডিও বার্তায় কথা বলার আগেই ভক্তদের তার প্রিয় একটি গান শোনালেন। ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা’ শ্রোতাপ্রিয় গানটি তিনি গেয়েছেন।

শিল্পী কনকচাঁপার প্লেব্যাক করা এই গানটি শাবনূর একটি সিনেমায় ঠোঁট মিলিয়েছেন। গানের পরপরই তিনি সবার জন্য উড়ন্ত চুমু উপহার দিয়েছেন। সেই সঙ্গে শাবনূর বলেন, ‘লাভ ইউ অল। লাভ ইউ আমার ভক্ত যারা আছে, লাভ ইউ আমার দর্শকদের, লাভ ইউ আমার বন্ধুদের।’ বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর।

উল্লেখ্য, শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনী রাতে ১৯৯৩ সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিলেন সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। পরে চিত্র নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল। সালমান শাহ-শাবনূর জুটির প্রথম ছায়াছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার ১৯৯৪ সালে মুক্তি পায়।

একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক-কবরী জুটির সুজন সখী সিনেমার রঙিন রিমেক করেন। ১৯৯৫ সালে এই জুটির স্বপ্নের ঠিকানা সিনেমাটি বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র। পরের বছর তিনি স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন।

এরপর তিনি সালমান শাহের বিপরীতে তোমাকে চাই ও শিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু চলচ্চিত্রে অভিনয় করেন। স্বপ্নের পৃথিবী পরে তিনি নায়ক রিয়াজ এর বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেন।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।