দেবের পরিবারে শোকের ছায়া
অভিনেতা দেব এখন প্রিয়জন হারানোর বেদনায় শোকগ্রস্ত। জানা গেছে, তার বড় চাচা তারাপদ অধিকারী মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাসিমুখে দেখা গিয়েছিল দেবকে। এর মাঝে একদিন পার হতে না হতেই দুঃসংবাদে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল (১৬ ডিসেম্বর) রাতে মারা গেছেন দেবের চাচা।
এদিকে কিছুদিন পরই দেবের ‘প্রজাপতি’ সিনেমা মুক্তি পাবে। সিনেমার প্রচারে বিভিন্ন দিকে ছুটতে হচ্ছে তাকে। এর মধ্যেই তাদের পরিবারে দুঃসংবাদ। প্রিয়জনহারা হলেন সংসদ সদস্য-অভিনেতা দেব। হঠাৎ চাচা তারাপদ অধিকারীকে হারালেন অভিনেতা। তার বয়স হয়েছিল ৬৫ বছর। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দেবের চাচার।
দেব চাচার শেষকৃত্যে যোগ দিতে এরই মধ্যে মেদিনীপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। মেদিনীপুরের কেশপুরে অভিনেতার আদিবাড়ি, সেখানেই থাকতেন তিনি। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন দেবের বাবা গুরুপদ অধিকারী। অধিকারী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দেবের বাবা গুরুপদ অধিকারীর মুম্বাইতে ক্যাটারিংয়ের ব্যবসা। মুম্বাইতে আগে থেকেই কাজ করতেন তারাপদ বাবু। দেবের চাচার সাহায্যেই অভিনেতার বাবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং ব্যবসা শুরু। এবং তিনি সফল ব্যবসায়ী হন।
উল্লেখ্য, দেবের আসছে সিনেমা ‘প্রজাপতি’-তে দেব ছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্য, মমতা শঙ্করের মতো তারকারা। এই সিনেমা বাবা-ছেলের সম্পর্কের গল্প। ছেলের বিয়ে নিয়ে নাজেহাল বাবা। ছেলের শুধু একটিই ইচ্ছা, বাবাকে খুশি দেখতে চায় সে। বাস্তব জীবনেও বাবা গুরুপদ অধিকারীর ঘনিষ্ঠ দেব। বাবা-মায়ের সুখই সব তার কাছে, বিভিন্ন সময় সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। আশা করা হচ্ছে সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা লাভ করবে।
এমএমএফ/এএসএম