কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছে ‘হাওয়া’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২

ধৃমল দত্ত, কলকাতা

উদ্বোধনের দিন থেকেই জমে উঠেছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শীতের আমেজে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই নন্দন চত্বরে ছিল উপচে পড়া ভিড়। কেউ আসেন সিনেমা দেখতে, কেউবা আসেন তারকাদের দেখতে।

১৫ ডিসেম্বর উদ্বোধন হওয়া এ চলচ্চিত্র উৎসব চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস আগেই ঘোষণা দিয়েছিলেন এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম ‘বিশ্ব মেলে ছবির মেলায়’। এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪২টি দেশের মোট ১৮৩টি সিনেমা প্রদর্শিত হবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উদ্বোধন হলেও মূলত শুক্রবার শুরু হয় মূল উৎসব। এদিন (১৬ ডিসেম্বর) ছিল বাংলাদেশের বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেলো চঞ্চল চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘হাওয়া’। কলকাতায় জাঁকিয়ে বসা শীত অগ্রাহ্য করেই এদিন নন্দন চত্বর ছিল লোকে লোকারণ্য।

এদিকে, শোনা যাচ্ছে সৃজিত মুখার্জির ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

‘হাওয়া’ সিনেমা দেখতে আসা সুরিতা মুখার্জি বলেন, হাওয়া সিলেক্ট করলাম একমাত্র বাংলাদেশের সিনেমা বলে। কিছুদিন আগে এই কলকাতায় নন্দনে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে ‘হাওয়া’ দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা হয়নি। অন্য সিনেমাগুলো দেখেছি, যেহেতু বাংলা ভাষার সিনেমা- অবশ্যই দেখবো। আর ‘হাওয়া’ নিয়ে একটা চাহিদা আছে, সেই জন্য দেখবো।

চলতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের চার সিনেমা। যার মধ্যে অন্যতম পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। কলকাতার উৎসবে ‘হাওয়া’র প্রদর্শনী নিয়ে মেজবাউর রহমান সুমন বলেন, ভাষার কাঁটাতার হয় না, রাষ্ট্রের কাঁটাতার হয়।

সিনেমাপ্রেমী সুকান্ত চট্টোপাধ্যায় বলেন, শুনেছি ছবিটা (হাওয়া) খুব ভালো হয়েছে, এ জন্যই দেখার আগ্রহ। এর আগে যখন দেখানো হয়েছিল ছবিটা নিয়ে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের ছবি ইদানিং খুব ভালো হচ্ছে। সেই আগ্রহ নিয়েই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি। আশা করছি ‘হাওয়া’ ছবিটি ভালো হবে।

নন্দনে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ছবি দেখতে আসা ধীমান ভট্টাচার্য জানান, বাংলাদেশের ছবির প্রেমে পড়েছি বেশ আগেই। বিশেষ করে ৫ বছর আগে ‘টেলিভিশন’ সিনেমা দেখেছিলাম। একটা টেলিভিশন সেট নিয়ে ছবিটা, সম্ভবত রবীন্দ্র সদনে ছবিটা দেখেছিলাম। সেখান থেকে বাংলাদেশের ছবির প্রতি প্রেমে পড়ে যাওয়া। এবার ‘হাওয়া’ নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছে, ছবিটা অবশ্যই দেখবো।

তিনি বলেন, বাংলাদেশর ছবির মান ইদানিং অনেক অনেক উন্নত হয়ছে বলে আমার মনে হয়। কলকাতার টলিউড পিছিয়ে যাচ্ছে বলা ঠিক না। অনেক ভালো কাজ হচ্ছে, নতুন নতুন পরিচালকরা আসছেন। টলিউড-বলিউডে ভালো কাজ হচ্ছে। বাংলাদেশেও এখন অনেক ভালো ছবি হচ্ছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বর্ধমান থেকে আসা সিনেমাপ্রেমী শ্রেয়শী ব্যানার্জি বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে বলেই নন্দনে এসেছি। এবার প্রথমবার এসেছি। অ্যাকশন ছবি ছাড়া সব ছবিই ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের ছবি বেশি ভালো লাগে।

এই উৎসবে শুধুমাত্র বাংলাদেশের ‘হাওয়া’ সিনেমা দেখতে আসা স্বাগতা রায় চৌধুরী জানান, বাংলাদেশের ‘হাওয়া’ ছবির ট্রেলার দেখে মনে হলো দেখা উচিত। বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের সময় 'হাওয়া' ছবিটি ভালো সাড়া ফেলেছিল। এই কারণেই আমার দেখতে আসা।

কলকাতার চলচ্চিত্র উৎসবে দেশি-বিদেশি অতিথিদের সামনে আগেও ভারত ও বাংলার চলচ্চিত্রের ইতিহাস গাঁথার নানা দিক তুলে ধরেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ইংরেজ আমলে ভারতীয় চলচ্চিত্রের কণ্ঠরোধ করার নানা দৃষ্টান্তও এদিন তার বক্তব্যে তুলে ধরেন।

পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা মানবিকতা, একতা, সংহতি- বৈচিত্র্যের মধ্যে ঐক্যর জন্য লড়াই করে। এ সময় বলিউড কিং শাহরুখ খান ও সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার সৌহার্দ্যের সম্পর্কের কথাও জোর গলায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।