নতুন শিল্পী ক্যাটাগরিতে যে ১০ তরুণ ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২২

সংগীতে বিশ্বের সেরা সম্মাননা ও পুরস্কার হচ্ছে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’। এটিকে সংগীতের নোবেলও বলা হয়। এবারের ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ৯১টি শাখায় পুরস্কৃত করা হবে। এর মধ্যে অন্যতম একটি ক্যাটাগরি হলো নতুন শিল্পীদের অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডের ট্রফির মধ্যে সোনালি বর্ণের গ্রামোফোন আঁকা রয়েছে।

এই ক্যাটাগরিতে নতুন সেইসব শিল্পীকে পুরস্কার দেওয়া হয় যেসব নতুন শিল্পী গত এক বছরে গান গেয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। নতুন এ শিল্পীদের তালিকায় রয়েছেন-

jagonews24

আনিতা: তার পুরো নাম লাইজা ডি মাসিডো। তিনি ব্রাজিলিয়ান গায়িকা, গীতিকার এবং উপস্থাপিকা। ২৯ বছর বয়সী এই গায়িকা জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালের ৩০ মার্চ।

jagonews24

ওমর অ্যাপোলোনিও: তার পুরো নাম ওমর অ্যাপোলোনিও ভেলাস্কো। তিনি আমেরিকান গায়ক এবং গীতিকার। তিনি ইংলিশ এবং স্প্যানিশ ভাষায় গান করেন। ২৫ বছর বয়সী এই অভিনেতা ১৯৯৭ সালের ২০ মে জন্মগ্রহণ করেন।

jagonews24

ডোমি এবং জেডি বেক: ডোমি এবং জেডি বেক হলেন দুইজন ব্যক্তি যারা যৌথ কাজ ৪. করেন। ডমি লুনা হলেন একজন ফরাসি কীবোর্ডিস্ট এবং জেডি বেক হলেন আমেরিকান ড্রামার। ২০১৮ সালে দুজনের মধ্যে মেলবন্ধন শুরু হয় এবং তারা এখন এক সঙ্গেই কাজ করছেন।

jagonews24

মুনি লং: তার পুরো নাম প্রিসিলা রেনিয়া হেয়ারস্টন তিনি পেশাগতভাবে ‘মুনি লং’ নামে পরিচিত। তিনি একজন আমেরিকান গায়ক এবং গীতিকার। তিনি ১৯৮৮ সালে ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার প্রথম একক অ্যালবাম ‘জুকবক্স’২০০৯ সালে প্রথম প্রকাশিত হয়।

jagonews24

সামারা জয়: তার পুরো নাম সামারা জয় ম্যাকলেন্ডন। পেশাগতভাবে তিনি মানুষের কাছে সামারা জয় নামে পরিচিত। তিনি একজন আমেরিকান গায়ক যিনি ২০১৯ সালে সারাহ ভন আন্তর্জাতিক জ্যাজ ভোকাল প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন।

jagonews24

লাট্টো: তার পুরো নাম অ্যালিসা মিশেল স্টিফেনস। তিনি ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পেশাগতভাবে মানুষ তাকে লাট্টো বা বিগ ল্যাটো নামে চিনেন। তিনি একজন আমেরিকান র‌্যাপার এবং গায়িকা। তিনি ২০১৬ সালে আমেরিকান র‌্যাপার জারমাইন ডুপ্রির রিয়েলিটি টেলিভিশন সিরিজ ‘দ্য র‌্যাপগেম’-এ প্রথম হাজির হন, যেখানে তিনি মিস ‘মুলাটো’ নামে পরিচিত ছিলেন এবং তিনি শোটির প্রথম সিজনে পুরস্কার জিতেছিলেন।

jagonews24

ম্যানেস্কিন: ম্যানেস্কিন মূলত কোনো ব্যক্তির নাম নয়, এটি কয়েকজন কণ্ঠশিল্পীর সমন্বয়ে গঠিত একটি ইতালীয় রক ব্যান্ড দল যা ২০১৬ সালে ইতালির রাজধানি রোমে গঠিত হয়। ব্যান্ডটি কণ্ঠশিল্পীরা হলেন ড্যামিয়ানো ডেভিড, বেসিস্ট ভিক্টোরিয়া ডি অ্যাঞ্জেলিস, গিটারিস্ট টমাস রাগি এবং ড্রামার ইথান টর্চিওর।

jagonews24

তোবে নউইগ: তার পুরো নাম তবেচুকউ দুবেম। সংগীত জগতে তিনি তোবে নউইগ নামে পরিচিত। তিনি একজন আমেরিকান র‌্যাপার, গায়ক এবং অভিনেতা। তিনি ১৯৮৭ সালের ৮ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকার হিউস্টন, টেক্সাসের আলিফ এলাকার বাসিন্দা।

jagonews24

মলি টাটল: তার পুরো নাম মলি রোজ টাটল তিনি ১৯৯৩ সালের জন্ম ১৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন আমেরিকান কণ্ঠশিল্পী, গীতিকার, ব্যাঞ্জো প্লেয়ার এবং গিটারিস্ট। তিনি ক্রসপিকিং গিটারের দক্ষতার জন্য বিখ্যাত। ২০১৭ সালে টাটল ছিলেন প্রথম নারী, যিনি আন্তর্জাতিক ব্লুগ্রাস মিউজিক অ্যাসোসিয়েশনের ‘গিটার প্লেয়ার অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হন।

jagonews24

ওয়েট লেগ: এটি আইল অফ উইটের একটি ব্রিটিশ ইন্ডি রক ব্যান্ড দল। যা ২০১৯ সালে প্রকাশ পায়। এই দলের সদস্যরা হলেন, রায়ান টিসডেল, হেস্টার চেম্বারস, হেনরি হোমস, এলিস ডুরান্ড ও জোশ ওমেদ মোবারকি।

উল্লেখ্য, গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আগামী বছর ৫ ফেব্রুয়ারি ২০২৩ সালে অনুষ্ঠানটি আমেরিকার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।