অভিনেত্রীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২২

নিজের ছেলের হাতে খুন হয়েছেন ভারতীয় অভিনেত্রী বীনা কাপুর-এমন একটি বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। ‘হিন্দুস্তান টাইমস’-এর খবরে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে খুনের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্পত্তির কারণেই ছেলের হাতে মা খুন হয়েছেন। পরে জানা গেছে খুন হয়েছেন বলে খবর রটে যাওয়া বীণা কাপুর অন্য আরেকজন নারী। 

ভারতীয় সংবাদ মাধ্যম এখন বলছে, বীণা কাপুর খুন হয়েছেন ঠিকই, তবে তিনি অভিনেত্রী বীণা কাপুর নন। ওই বীণা কাপুর জুহুর বাসিন্দা। আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন সচীন কাপুর, তিনি জুহুর খুন হওয়া বীণা কাপুরের ছেলেই! মূলত একই নাম হওয়ায় সোশাল মিডিয়ার বদৌলতে তৈরি হয় বিভ্রান্তি। নাম বিভ্রাটের কারণে সবাই ভেবে নেয়, এটি অভিনেত্রী বীণা কাপুর! ফলে মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অন্যদিকে অভিনেত্রী বীনা কাপুরের ছেলে নাম হচ্ছে অভিষেক কাপুর।

রটে যাওয়া খবরে জানা গেছে, বেসবল ব্যাট দিয়ে মাকে (বীনা কাপুরকে) পিটিয়ে মেরেছে ছেলে। তারপর মায়ের মরদেহ ৯০ কি.মি. দূরের জঙ্গলে ফেলে আসে। মুম্বাইয়ের জহুর বিলাসবহুল বাংলোতেই ঘটেছে এই হত্যাকাণ্ড। এই খুনের ঘটনায় ভারতীয় শোবিজের সবাই বিস্মিত হয়েছেন।

বীনা কাপুরের এই হত্যাকাণ্ডের খবর প্রথম প্রকাশ্যে আনেন সহ-অভিনেত্রী নীলু কোহলি। যিনি এই ৭৪ বছর বষয়ী এ অভিনেত্রীর সঙ্গে একাধিক শোতে কাজ করেছেন। নীলুই জানান, বীনার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বীনার খুন নিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন নীলু। তিনি তাতে লিখেছেন, বেসবল ব্যাট দিয়ে মাথায় একের পর এক আঘাত করা হয় বীনাকে। এরপর তার মরদেহ ফেলে আসা হয় ৯০ কিলোমিটার দূরের জঙ্গলের মাথেরান নদীতে। বীনার আমেরিকায় থাকা ছেলে আভাস পেয়েছিল কিছু একটা ঘটেছে, সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশের কাছে। এরপরই গ্রেপ্তার হয় অভিযুক্ত অন্য ছেলেটি।

পুলিশের জেরায় অভিযুক্ত ছেলে এই হত্যাকাণ্ডের কথা মেনে নিয়েছেন। ছেলে জানান ১২ কোটি রুপির একটি সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু। আর মাথা গরমের বশে মাকে খুন করে বসেন সে। তবে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি এখনো বিস্তারিতভাবে জানা সম্ভব হয়নি। এখনও এই বিষয়ে তদন্ত চলছে।

পরে বিভিন্ন সূত্রে জানা গেছে, এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর সংবাদ।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।