‘দীপ্ত প্লে’তে ফায়ার সার্ভিস কর্মীর গল্প নিয়ে সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০২২

দেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের জগতে নতুন সংযোজন ‘দীপ্ত প্লে’। এ প্ল্যাটফর্মটিতে শিগগির অবমুক্ত করা হচ্ছে প্রথম অরিজিনাল ফ্ল্যাশ ফিল্ম ‘অগ্নিপুরুষ’। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক। আবু হায়াত মাহমুদের পরিচালনায় ফিল্মটিতে অভিনয় করেছেন সোহেল মন্ডল, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।

jagonews24

ফায়ার সার্ভিসের একজন কর্মীর ব্যক্তিগত ও পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অগ্নিপুরুষ’। এটি দীপ্ত প্লেতে প্রচার হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে, ফিল্মটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।

jagonews24

গুগল প্লে থেকে DeeptoPlay অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোন বা স্মার্ট টিভিতে দেখা যাবে দীপ্ত প্লে। একই সঙ্গে www.deeptoplay.com ভিজিট করেও দীপ্ত প্লে’র সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। দেশে ও দেশের বাইরে থাকা সব বয়সী দর্শক খুব সহজেই যুক্ত হতে পারবে দীপ্ত প্লে’র সঙ্গে।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।