সিনেপ্লেক্সে প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জোম্বিজ


প্রকাশিত: ০৯:০৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জোম্বিজ’। এটি জেন অস্টেনের ধ্রুপদী উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’র সঙ্গে জোম্বির মিশেলে নির্মাণ করেছেন বার স্টিয়ারস।

জানা গেছে, ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি এরইমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে।

এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ‘সিন্ডারেলা’খ্যাত লিলি জেমস। আরো অভিনয় করেছেন স্যাম রাইলি, জ্যাক হাস্টন, ডগলাস বুথ, ম্যাট স্মিথ, চার্লস ড্যান্স প্রমুখ।

গেল বছর মুক্তি পাওয়া ‘সিন্ডারেলা’ ছবিতে নজরকাড়া অভিনয় করে হলিউড অঙ্গনে আলোচনায় এসেছেন লিলি জেমস। চরিত্রটির জন্য তিনি একটি পুরস্কারও জিতে নিয়েছিলেন। মনোনয়ন পান টিন চয়েস অ্যাওয়ার্ডেও।

সেই সাফল্যের অনুপ্রেরণাতেই তিনি অভিনয় করেছেন ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জোম্বিজ’ ছবিতে এবং প্রত্যাশা পূরণ সমর্থ হয়েছেন। অনেকের মতে, এ ছবিতে নিজেকে ছাড়িয়ে আরো এক ধাপ এগিয়ে গেছেন লিলি।

এর আগে ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ বিশ্বব্যাপী দর্শক-সমালোচকদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছিল। প্রায় ১২১ মিলিয়ন ডলার আয়ের পাশাপাশি ছবিটি ৭৮তম একাডেমি অ্যওয়ার্ড-এ ৪টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। ছবির মূল অভিনেত্রী কিরা নাইটলি সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।

প্রসঙ্গত, ১৮১৩ সালে প্রকাশিত হয় জেন অস্টেনের ধ্রুপদী উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’। অস্টেনের মূল কাহিনির সঙ্গে ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জোম্বিজ’ ছবিতে মিশিয়ে দেওয়া হয়েছে জোম্বি।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।