বিয়ের ১৮ বছর পর শিল্পা-অপূর্বর সংসারে নতুন অতিথি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২২

বিয়ের ১৮ বছর পর বাবা-মা হলেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় মুখ অপূর্ব অগ্নিহোত্রী ও শিল্পা সাকলানি। ২০০৪ সালে তারা সাতপাকে বাঁধা পড়েছিলেন। গত ১৪ অক্টোবর জন্ম হয়েছে শিল্পা-অপূ্র্বর ঘর আলো করে কন্যা সন্তানের জন্ম হয়েছে।

অভিনেতা অপূর্ব অগ্নিহোত্রীর ২ ডিসেম্বর কন্যা সন্তান জন্মাদানের সংবাদ জানান। তাদের মেয়ের নাম রেখেছেন ঈশানি কানু অগ্নিহোত্রী। শিল্পার সঙ্গে মেয়ের ছবি শেয়ার করে অপূর্ব লিখেছেন, ‘এভাবেই আমার জন্মদিনটা ঈশ্বরের আশীর্বাদে আমার কাছে জীবনের শ্রেষ্ঠ জন্মদিন হয়ে উঠেছে। স্পেশাল আমার কাছে স্পেশাল হয়ে উঠেছে। এটা আমার বিশেষ, অবিশ্বাস্য়, অসাধারণ, অলৌকিক একটা উপহার। শিল্পার সঙ্গে মিলে কৃতজ্ঞতার সঙ্গে এই অপরিমেয় খুশি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমাদের মেয়ে ঈশানি কানু অগ্নিহোত্রীর সঙ্গে আলাপ করুন। আমাদের মেয়েকে ভালোবাসা ও আশীর্বাদ দিন।’

অপূর্ব অগ্নিহোত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বিয়ের পর থেকেই অন্য সবার মতোই আমরাও বাবা-মা হওয়ার স্বপ্ন দেখেছি। তবে এই আনন্দটা পেতে ১৮ বছর সময় লেগে গেলো। এখন থেকে আমাদের বাবা-মায়ের দায়িত্ব পালন শুরু হয়েছে। রাত জাগা, আবার মেয়ে ঘুমোলে ঘুমতে যাওয়া এটা একটা অদ্ভুত আনন্দ। ঈশানি মা দুর্গার নাম, সেখান থেকেই মেয়ের নাম রেখেছি। কারণ, এটা আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদের মতোই।’

 
 
 
View this post on Instagram

A post shared by Apurva Agnihotri (@apurvaagnihotri02)

অপূর্ব অগ্নিহোত্রীর আরও বলেন, ‘ঈশানি মোটেও বদমেজাজী নয়। ওকে খাওয়াতে ঢেকুর তোলাতে আমাদের বেশ ভালোই লাগে। আমি এখন বিশ্বাস করি, যখন যেটা ঘটার ঘটবে। ২০২২সালটা তাই আমাদের কাছে অসাধারণ একটা বছর। আমি চাইব ঈশানিকে খুব শক্ত সমর্থ্য করে বড় করে তুলতে। চাই ও ওর বাবার মতো রোমাঞ্চকর খেলাধুলা পছন্দ করবে। সবকিছুর জন্য ঈশ্বরের কাছে আমরা আশীর্বাদধন্য।’

প্রসঙ্গত, কফি শপে দেখা হয়েছিল অপূর্ব অগ্নিহোত্রী ও শিল্পা সাকলানির। সেখান থেকেই প্রেম, পরে বিয়ে। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে বসেছিল সেই বিয়ের আসর। তারপর থেকে দুজনে মিলে সমস্ত ভালো-মন্দের মধ্যে দিয়ে পথ হেঁটেছেন। অবশেষে বিয়ের ১৮ বছর পর দুই থেকে তিন হয়েছেন শিল্পা ও অপূর্ব।

একসময় ‘কিঁউ কি শাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে গঙ্গার ভূমিকায় একসময় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী শিল্পা সাকলানি (বিয়ের প অগ্নিহোত্রী), অন্যদিকে পরদেশ ছবির অন্যতম অভিনেতা খলনায়ক হিসেবে পরিচিতি পান অপূর্ব অগ্নিহোত্রী। পরবর্তীকালে দুজনেই অনেক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।