মাই টিভির আমার গানে মল্লিকা


প্রকাশিত: ১১:১০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

মাই টিভিতে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘আমার গান’ অনুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী মল্লিকা। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানটি।

সৈয়দ ফজলে আলম স্বপনের প্রযোজনায় এবং শম্পা রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে শিল্পী মল্লিকা গানের পাশাপাশি কথা বলবেন তার জীবনের নানা প্রসঙ্গ নিয়ে।

এছাড়াও দর্শকরা ফোন করে শিল্পীর সঙ্গে কথা বলার পাশাপাশি পছন্দের গানের অনুরোধ করতে পারবেন।

শিল্পী মল্লিকার এ পর্যন্ত প্রায় ১১টি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। সর্বশেষ লেজার ভিশন থেকে প্রকাশ হয় মৌলিক গানের অ্যলবাম ‘প্রেমের দীর্ঘপথ’। অ্যালবামটির গানের কথা ও সুর উপমহাদেশের প্রখ্যাত গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।