বেনাপোলে কাস্টমস কর্মকর্তার উপর ছাত্রলীগের হামলা: কার্যক্রম বন্ধ


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার মোস্তাফিজুর রহমান ও ডেপুটি কমিশনার নিতীশ চন্দ্র বিশ্বাসের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় বুধবার দুপুর ১২টার পর থেকে সকল প্রকার কাজ বন্ধের ঘোষণা দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানের অফিসের সামনে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাস্টমস ও বন্দরের কাজকর্ম বন্ধ করে দিয়ে কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
 
বিক্ষোভ সমাবেশে বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় হামলার জন্য ছাত্রলীগের সন্ত্রাসীদের অভিযুক্ত করেন কাস্টমস কর্মকর্তারা। বক্তব্যে তারা আজ সন্ধ্যা ৬টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে আগামীকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করার ঘোষণা দেন।

বেনাপোল কাস্টমসের পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, কাস্টমসে নিলাম আহ্বান করা হলেই স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রভাব খাটিয়ে তা হাতিয়ে নিতে চান। কিন্তু তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত ছিলেন ছাত্রলীগের স্থানীয় নেতা কর্মীরা। দুপুর ১২টার দিকে ২৫/৩০ জনের একটি গ্রুপ যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করতে গিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে যুগ্ম কমিশনার তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়। ডেপুটি কমিশনার নিতীশ চন্দ্র তাদের বাধা দিতে গেলে তার ওপরও হামলা করে তারা। হামলার প্রতিবাদে কাস্টমস ও বন্দরের সব ধরনের কাজকর্ম বন্ধ করে দেয়া হয়েছে। বন্দর থেকে সব ধরনের মালামাল খালাসও বন্ধ রয়েছে বলে তিনি জানান।

Benapole-Custom
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুজ্জামান জানান, নিলামের পণ্য কমমূল্যে হাতিয়ে নেয়ার জের ধরে ছাত্রলীগের নেতারা যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানের উপর হামলা করেছে। অবিলম্বে সন্ত্রাসীদের আটক পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

তবে বেনাপোল কাস্টমস কমিশনার এএফএম আব্দুল্লাহ খান জানান, বহিরাগত একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। কিছু সময় কাজ বন্ধ ছিল। ভিডিও ফুটেজে হামলাকারীদের সনাক্ত করে থানায় মামলা করার প্রস্তুুতি চলছে। সরকারি রাজস্ব আহরণের ব্যাপারে সবাইকে নিয়ে জরুরী সভা করে কাজ করার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।    

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কাস্টমস হাউজে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে সব ধরনের আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ থানায় মামলা করলে আমরা আইনি ব্যবস্থা নেব।

জামাল হোসেন/এফএ/ এমএএস/এবিএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।