ঢাকা-নারায়ণগঞ্জে আসছে ‘মেইড ইন চিটাগং’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১২ পিএম, ০১ ডিসেম্বর ২০২২

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেড ইন চিটাগং’। সিনেমাটি গত ১৮ নভেম্বর চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল ও সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পায়। সিনেমাটি এরই মধ্যে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তাই এবার ‘মেড ইন চিটাগং’সিনেমাটি চট্টগ্রামের পর ঢাকা ও নারায়ণগঞ্জে মুক্তি পেতে যাচ্ছে।

জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘মেড ইন চিটাগং’সিনেমাটির প্ল্যাটফর্ম প্রডিউসার বিঞ্জ-এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান।

হাসিবুল হাসান বলেন, চট্টগ্রামে এখনও চলছে ‘মেড ইন চিটাগং’সিনেমাটি। দুই সপ্তাহ ধরে চলা মানে অনেক বড় ব্যাপার। আমাদের সিনেমা এখনও হাউজফুল চট্টগ্রামের হলগুলোতে। আগামী সপ্তাহ (২ ডিসেম্বর) থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির হলগুলোতে ‘মেড ইন চিটাগং’চলবে। এর পাশাপাশি ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) ও ব্লকবাস্টার সিনেমা হলেও (যমুনা ফিউচার পার্ক) মুক্তি পাবে ‘মেড ইন চিটাগং’। এ ছাড়াও নারায়ণগঞ্জের জয় সিনেমা হলেও দেখা যাবে সিনেমাটি।

তিনি আর ও বলেন, ২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের বাইরে ‘মেড ইন চিটাগংসিনেমাটি দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।

‘মেড ইন চিটাগং’ নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। কমেডি ঘরানার এ সিনেমাটিতে উঠে এসেছে মেজবান, জব্বারের বলীখেলা কিংবা বেলা বিস্কুটের প্রেম নিয়ে হাস্যরসে ভরপুর চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি। সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, চিত্রলেখা গুহ, সাজু খাদেম, নাসির উদ্দিন খানসহ আরও অনেকে।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।