পারফর্মিং আর্ট ‘ক্ষমতা’ প্রদর্শন
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী পারফর্মিং প্রদর্শন করেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নলেজ ভেলিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আর্ট অব লিভিং কোর্সের শিক্ষার্থীরা এ প্রদর্শনীর আয়োজন করে। ‘ক্ষমতা’ নামে পারফর্মিং আর্ট এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আর্ট অব লিভিং এর শিক্ষক সুজন নাজির।
ক্ষমতার অপব্যবহার চিত্র ওঠে আসে ‘ক্ষমতা’ নামের এ পারফর্মিং আর্টের মাধ্যমে। সমাজের বিভিন্ন অসঙ্গতি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, হয়রানি, সুশাসনের বিষয়গুলো চমৎকার করে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা এ পাফমেন্সের মাধ্যমে। পারফর্মিং আর্টের বিষয়বস্তুগুলোকে খণ্ড খণ্ড চিত্রে উপস্থাপন করেন তারা। ৪০ জন শিক্ষার্থী এ পারফর্মিং আর্টে নানা চরিত্রে অংশ নেয়।
পারফর্মিং আর্টের অভিনেতা নাহিদুল ইসলাম নাহিদ বলেন, আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া নানা অসঙ্গতিগুলো নিয়ে পারফর্মিং আর্ট প্রর্দশনের প্রস্তুতি গ্রহণ করি। আমাদের মনে হয়েছে, সমাজের বিভিন্ন অসঙ্গতির মূলে রয়েছে ক্ষমতা অপব্যবহার। সবাই যার যার দায়িত্বে থেকে সঠিক কাজটি করলেই কোনো অসুবিধা থাকবে না আমাদের সমাজে। আমরা আমাদের শিক্ষকের নির্দেশনায় ‘ক্ষমতা’ নামের পারফর্মিং আর্ট নির্মাণ করি এবং অসংখ্য দর্শকের সামনে উপস্থাপন করি। আর্ট অব লিভিং কোর্সের মাধ্যমে সততা, ন্যায়-নিষ্ঠা চর্চার করি আমরা। আমরা মনে করি, শুধু আমরা নিজেরাই এমন চর্চা করলেই হবে না। এ চর্চা ছড়িয়ে দিতে হবে মানুষের মাঝে। মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মাধ্যম হিসেবে পারফর্মিং আর্টকে বেছে নিয়েছি। এ পারফমেন্সের মাধ্যমে যদি একজন মানুষের বোধে ধাক্কা দিতে পারি আমরা! এখানেই আমাদের সার্থকতা।
‘ক্ষমতা’ পারফর্মিং আর্ট দেখে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের এমন সৃজনশীল চর্চা অব্যাহত থাকলে, সমাজের বিদ্যমান অসঙ্গতিগুলো একদিন জাদুঘরে যাবে। কেননা, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে নেতৃত্ব দেবে। তারা সততার চর্চা অব্যাহত রাখলে, ভবিষ্যতে আমরা আধুনিক ও উন্নত মননশীল জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকব। শিক্ষার্থীদের ‘ক্ষমতা’ নামের পারফর্মিং আর্ট আমাদেরকে মুগ্ধ করেছে।
একই দিনে আর্ট অব লিভিং এর অপর ব্যাচের শিক্ষার্থীরা একবার ব্যবহার করা (সিঙ্গেল উইজ) প্লাস্টিক বর্জনে ক্যাম্পেইন করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ সময় তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার ব্যবহারের পাশাপাশি লিফলেট বিতরণ করেন।
এমআই/এমএমএফ/এএসএম