‘দামাল’ দিয়ে সুমিতের ক্যারিয়ারে নতুন হাওয়া
সম্প্রতি মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্র ‘দামাল’। চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের অন্যতম অভিনেতা ও চিত্রনায়ক সুমিত সেনগুপ্ত।
চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকেই ফুটবলের গোলকিপার চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন তিনি। বলা যায়, ‘দামাল’ চলচ্চিত্রটি সুমিতের ক্যারিয়ারের পালে লাগিয়েছে নতুন হাওয়া।
‘দামাল’ এবং চলচ্চিত্রটিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে যেয়ে সুমিত বললেন, ‘দামাল’ একটি পিরিওডিক্যাল চলচ্চিত্র। এই চলচ্চিত্রের প্রধান গল্প তিনজনকে নিয়ে। একজন গোলকিপার, মিড ফিল্ডার, একজন স্ট্রাইকার। আমি অভিনয় করেছি গোলকিপারের চরিত্রে, চলচ্চিত্রে যার নাম মনির।
এই চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ বিশেষ দৃশ্যের জন্য শুটিংয়ের আগে একমাস ধরে অনুশীলন করেছি। বাফুফে’র একজন কোচ ছিলেন। তিনি জাতীয় দলের গোলকিপার ছিলেন। তার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি নিজেও ড্রাইভ, বল ধরা, বল পাস করা বিভিন্ন কৌশল শিখেছি।
সবমিলিয়ে বলা যায় এটি আমার ক্যারিয়ারে এক নতুন অভিজ্ঞতা। আমি কৃতজ্ঞ রায়হান রাফি ভাইয়ের প্রতি আমার উপর বিশ্বাস রাখার জন্য। আর দর্শকরা যে আমার অভিনয় পছন্দ করেছেন, করছেন তার জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা।
এদিকে গেলো বছর মুক্তি পেয়েছিলো সুমিত অভিনীত আরও দুটি চলচ্চিত্র। সেগুলো হলো রাশিদ পলাশ পরিচালিত ‘পদ্মাপুরান’ ও সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’। এছাড়াও এই দুটি চলচ্চিত্রতেও সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকেরাও সুমিতের অভিনয়ের প্রশংসা করেছিলেন।
নিজের এই মুহূর্তের ব্যস্ততা প্রসঙ্গে সুমিত জানালেন, বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের ছবি ‘লাল টিপ’ এবং সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাকওয়ার (মিশন এক্সট্রিম -২)’ এর কাজ নিয়ে ব্যস্ত এখন তিনি।
উল্লেখ্য, ২০১২ সালে মোবাইল অপারেটর রবির একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু রাখেন সুমিত সেনগুপ্ত। এরপর ২০১৫ সালে ‘সেদিন বৃষ্টি ছিল’ চলচ্চিত্রটির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। তবে ‘মহুয়া সুন্দরী’ চলচ্চিত্রে তার অভিনয় প্রথম সবার দৃষ্টি কেড়েছিল।
এমআই/এমএমএফ/জেআইএম