আকবরের অবস্থা সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন স্ত্রী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৬ নভেম্বর ২০২২
ফাইল ছবি

গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালের আইসিইউতে গায়ক আকবর। তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তার স্ত্রী কানিজ ফাতেমা রোববার (৬ নভেম্বর) দুপুরে মুঠোফোনে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শনিবার দুপুরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে এলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তার অবস্থা এখনক্রিটিক্যাল। হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। ’

বিজ্ঞাপন

আকবর ডায়াবেটিসে ভুগছেন কয়েক বছর ধরে। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানান শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায়।

অনেক দিন ধরেই চলছে তার চিকিৎসা। তার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।