ইমরানের সংগীতায়োজনে প্রথমবার গাইলেন হাবিব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৭ অক্টোবর ২০২২

প্রথমবারের মতো নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে গান গেয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। আজ সন্ধ্যায় (২৭ অক্টোবর) ইমরান তার এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছেন। পোস্টের সঙ্গে দুটি ছবিও প্রকাশ করেছেন ইমরান।

ইমরান মাহমুদুল পোস্টে লেখেন, ‘প্রথমবারের মতো আমার সুর-সংগীতে গান গাইলেন হাবিব ওয়াহিদ (আমার বস)। মনে হচ্ছে স্বপ্ন। যার সুর এবং মিউজিক শুনে মিউজিক করার আগ্রহ এবং অনুপ্রেরণা পেয়েছি সেই মানুষটির জন্য আজ গান করতে পারা আমার জন্য সত্যি অনেক সৌভাগ্যের । আমার ১৪ বছরের মিউজিক ক্যারিয়ারের অন্যতম সাফল্য এটি।’

jagonews24

ইমরান আরও লেখেন, ‘মনে হচ্ছে মিউজিক করা সার্থক হলো এত দিনে। বস যে আমার ওপর আস্থা রেখেছেন এতেই আমি ধন্য। একজন হাবিব ওয়াহিদ আমার জন্য অনেক বিশাল কিছু। ২০১০ এর দিকে আমি সেই যাত্রাবাড়ী কোনাপাড়া থেকে ,বসের জিঙ্গেল গাওয়ার জন্য, বসকে কাছ থেকে দেখার জন্য, তার কাছ থেকে একটুখানি শেখার জন্য ছুটে যেতাম তার স্টুডিওতে।’

ইমরান স্মৃতিচারণ করে তার পোস্টে ব্যক্ত করেন, ‘আজ ১২ বছর পর তার জন্য সুর ও সংগীত করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, আমি আবেগে আপ্লুত তাই ভাষা হারিয়ে ফেলছি আনন্দে। শুধু এটুকু বলতে চাই এই গানটি আমার জন্য শুধু একটি গান না, আমার জন্য অনেক বড় আবেগ এটা। গানটি কেমন করতে পেরেছি আমি জানি না, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। শিগগির আসছে গানটি। গানটির বিষয়ে সবকিছু জানানো হবে। সর্বশেষ একটি কথাই বলবো আই লাভ ইউ বস।’

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।