তিয়াত্তর বছর বয়সে আমার শ্রোতাদের খুঁজে পেয়েছি: কবীর সুমন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৫ অক্টোবর ২০২২

জীবনমুখী গানের বিখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। তার জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’র ৩০ বছর উদযাপন উপলক্ষে ‘সুমনের গান’ শিরোনামের একটি অনুষ্ঠানে গান শোনাতে বাংলাদেশে এসেছিলেন ১৩ অক্টোবর।

সোমবার (২৪ অক্টোবর) কলকাতা ফিরে গিয়েছেন গুণী এই শিল্পী। বাংলাদেশে থাকার দিনগুলোর কথা মনে করে স্মৃতিকাতর হয়ে এই শিল্পী ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘কলকাতায় যে অল্প কজন আমায় বাঁচিয়ে রাখেন তাদের অভাব অনুভব করেছি ১৩ অক্টোবর থেকে ২৪ অক্টোবর। বাংলাদেশ ছেড়ে এসে আমার হৃদয় আমায় বলে দিচ্ছে আমার গান, আমার গানের সুর, তাল, ছন্দ, লয়, লিরিক, গায়কি, আমার কী-বোর্ডস বাজানোর দেশ আসলে বাংলাদেশ।’

বাংলাদেশে তিনি তার শ্রোতাদের খুঁজে পেয়েছেন বলে মনে করছেন। বলেছেন, ‘সেখানেই আমি এই চলতি তিয়াত্তরে আমার শ্রোতাদের খুঁজে পেয়েছি। তারা (বাংলাদেশের শ্রোতা) আমার ধর্ম, আমার ধর্মান্তরিত ধর্ম, আমার রাজনৈতিক মতবাদের রং, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী নন। তারা আমার গানবাজনা শুনতে আগ্রহী।’

তিনি দাবি করেছেন, নানান বয়সের মানুষ দুলে দুলে তার গান শুনছেন- এমনটা তিনি জীবনে প্রথম দেখলেন। সেখানে একটি কথা নেই, কোথাও কোনো ফোন বেজে উঠছে না।

সুমন বলেন, ‘জীবনে প্রথম মনে হলো এদের শোনানোর জন্যই আমায় এখনও আরও রেওয়াজ করতে হবে, শিখতে হবে, সৃষ্টি করতে হবে, শরীর ও কণ্ঠ ঠিক রাখতে হবে, কী-বোর্ডসে দখল আরও বাড়াতে হবে, গান গাওয়ার ক্ষমতা আরও বাড়াতে হবে।’

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।