বাংলা খেয়ালে মুগ্ধতা ছড়াচ্ছেন কবীর সুমন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৮ অক্টোবর ২০২২

আধুনিক বাংলা গানের অন্যতম শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কবীর সুমন এবার বাংলা খেয়ালে মুগ্ধ করছেন ঢাকার শ্রোতাদের। ঢাকায় এটা তার পরিবেশনার দ্বিতীয় দিন। এদিনও কথা আর সুরে শ্রোতাদের মোহিত করছেন এই ‘গানওয়ালা’।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সুমনের খেয়াল পরিবেশনা শুরু হয়। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে এ পরিবেশনার আয়োজন করা হয়েছে। চলবে রাত ৮টা পর্যন্ত।

তার জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’র ৩০ বছর উদযাপন উপলক্ষে ‘সুমনের গান’ শিরোনামে তিনদিনের আসরের রোববার ছিল প্রথম দিন। আজ আধুনিক বাংলা খেয়াল পরিবেশনার পর ২১ অক্টোবর আধুনিক বাংলা গান দিয়ে আয়োজন শেষ করার কথা রয়েছে।

সবশেষ ২০০৯ সালে ঢাকায় এসেছিলেন ভারতীয় বাংলা গানের জনপ্রিয় এ শিল্পী। দীর্ঘ ১৩ বছর পর ঢাকায় আবার গান পরিবেশন করছেন তিনি। তবে ভেন্যু নিয়ে জটিলতায় শুরুটা সুখকর হয়নি। তবুও পরিবর্তিত ভেন্যুতে অনুষ্ঠানটি হওয়ায় ভক্ত, শ্রোতা-দর্শকারা বেশ আনন্দিত।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।