কবীর সুমনের গান শুনতে শ্রোতাদের দীর্ঘ লাইন
আধুনিক বাংলা গানের অন্যতম শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কবীর সুমনের গান শুনতে আসা শ্রোতারা দীর্ঘ লাইন ধরে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছেন। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানের ভেন্যুতে প্রবেশের জন্য শ্রোতাদের এমন দীর্ঘ সারি দেখা গেছে।
আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার পর মঞ্চে গান শোনাতে উঠবেন কবীর সুমন।
আজ শনিবার (১৫ অক্টোবর) থেকে তিনদিনের আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছান ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী কবীর সুমন। ঢাকায় ১৩ বছর পর সুমনের গানের আয়োজন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই চলছে তুমুল আলোচনা।
সূচি অনুযায়ী, শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আধুনিক বাংলা গান গাওয়ার কথা ছিল সুমনের। ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল পরিবেশনের পর ২১ অক্টোবর আধুনিক বাংলা গান দিয়ে আয়োজন শেষ করার কথা।
তিনদিনের এ অনুষ্ঠানের টিকিট বিক্রি হয়েছে আগেই। বুধবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান পিপহোল জানিয়েছিল, তাদের সব প্রস্তুতি চূড়ান্ত। বিদেশি শিল্পীকে নিয়ে এ আয়োজনের সব অনুমতিই নেওয়া আছে।
এমআই/এমএমএফ/জেআইএম