২৮ প্রেক্ষগৃহে দেখা যাবে ‘রাগী’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৪ অক্টোবর ২০২২

নির্মাতা মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমা। রাজধানীসহ সারাদেশে আজ শুক্রবার ২৮ সিনেমা হলে মুক্তি পেয়েছে।

পরিচালক মিজানুর রহমান মিজান শুক্রবার (১৪ অক্টোবর) সকালে জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকাসহ সারাদেশে ২৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে রাগী। আমরা আশা করছি, দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়বে।’

মিজান জানিয়েছেন, দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে শুক্রবার দুপুর ২টায় ঢাকার মধুমিতা প্রেক্ষাগৃহে উপস্থিত হবেন শিল্পী ও কলাকুশলীরা। বিকাল ৪টায় এই দল থাকবে চিত্রামহল সিনেমা হলে।

এই সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক আবির চৌধুরী, চিত্রনায়িকা আঁচল, মৌমিতা মৌ। এই সিনেমায় ক্যারিয়ারের প্রথম খল চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন চিত্রনায়িকা মুনমুন।

আবির চৌধুরী বলেন, ‘দর্শক যদি আমাদের সিনেমা দেখে এবং আমরা যদি আমাদের বিনিয়োগ করা অর্থ উঠিয়ে আনতে পারি তাহলে এদেশের দর্শককে দক্ষিণ ভারতের সিনেমার দিকে তাকাতে হবে না। সে চাহিদা আমরা পূরণ করতে পারব।’

চিত্রনায়িকা আঁচল আঁখি বলেন, ‘আমাদের দেশে নায়ক বলতে চকোলেট বয়ের মতো হবে, এমন একটি ধারণা প্রতিষ্ঠিত আছে। নায়ক আবির চৌধুরী সেটাকে ভুল প্রমাণ করেছেন। আশা করি আমাদের এই সিনেমা দর্শকদের ভালো লাগবে।’

এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন প্রমুখ।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।