মুক্তির অনুমতি পেল ‘মা’
বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অরণ্য আনোয়ার পরিচালিত চলচ্চিত্র ‘মা’। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক অরণ্য আনোয়ার। তিনি বলেন, আমি খুব খুশি মা সিনেমাটি আনকাট সেন্সর পাওয়ায়। এই সিনেমায় ১৯৭০ ও ১৯৭১ সালের বিভিন্ন ঘটনার চিত্র উঠে এসেছে।
পরিচালক আরও বলেন, মাত্রই তো সেন্সর পেল। শিগগিরই বসব মা নিয়ে। তারপর আলোচনা করে সবাইকে জানাব কবে মুক্তি দেব।
মা সিনেমাটি প্রযোজনা করছেন পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।
এমআই/এমএমএফ/জিকেএস