অপারেশন সুন্দরবন

প্রমোশনাল ক্যাম্পেইনে অপ্রকাশিত দুই গান প্রদর্শন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৮ অক্টোবর ২০২২

সুন্দরবন দস্যুমুক্ত করতে র্যাবের দুঃসাহসিক অভিযানের অসাধারণ সাফল্য স্মরণে নির্মিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। মুক্তির পর থেকে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। দর্শকদের কাছে থেকেও কুড়াচ্ছে প্রশংসা।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রমোশনাল ক্যাম্পেইনে অপ্রকাশিত দুটি গান সিনেমার টাইটেল ট্র্যাক- ‘রক্তের শেষ বিন্দু বাজি’ ও ‘এক দেশে এক দল যোদ্ধা’ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান অংশ নেন সিনেমাটির অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, মনোজ প্রামানিক, দীপু ইমাম, এহসান, পরিচালক দীপংকর দীপন এবং র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক খন্দকার আল মঈন।

jagonews24

খোলা আকাশের নিচে হাজারও ভক্তের সমাগমে অনুষ্ঠানের এক পর্যায়ে মুক্তমঞ্চে সিনেমাটির গানের সঙ্গে লাইভ ড্যান্স পারফর্মেন্স করেন সিয়াম-ফারিয়া।

গত ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে এসেছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি। অনুষ্ঠানে ছবির পরিচালক দীপংকর দীপন জানান, মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শো ধরে রাখতে সক্ষম হয়েছে ‘অপারেশন সুন্দরবন’।

এ সিনেমায় চিত্রনায়ক রিয়াজ, সিয়াম ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ছাড়াও জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়াসহ অভিনয় শিল্পীদের তালিকায় আছেন কলকাতার মিষ্টি মেয়ে দর্শনা বণিকও।

এমআই/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।