আবারো সংসার ভাঙলো আরফিন রুমির


প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

জনপ্রিয় সংগীত শিল্পী আরফিন রুমির দ্বিতীয় বিবাহও টিকলো না। গত ৩১ জানুয়ারি তার দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন রুমি। আরফিন রুমি নিজেই জাগো নিউজকে এমন খবর নিশ্চিত করেছেন।

মুঠোফোনে রুমি জানান, ‘গত তিন বছর ধরে মানসিক নির্যাতন সহ্য করছি। শুধুমাত্র ধৈর্য্য নিয়ে সব সহ্য করেছি সংসার টিকিয়ে রাখার জন্য। তাছাড়া সে আমার মা ও পরিবারের সবার সঙ্গেও খারাপ ব্যবহার করতো। প্রথম স্বামীকে তালাক দিয়ে আমাকে বিয়ে করেছিল সে। কিন্তু এবার আমেরিকায় গিয়ে সে আবার তার সঙ্গে মেলামেশা করেছে। এ ঘটনাটি কামরুন্নেসার বাবা পর্যন্ত জানেন। এ বিষয়টি আমি একদমই সহ্য করতে পারিনি। তাই তাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম।’

প্রসঙ্গত, ২০১২ সালে আমেরিকাতে স্টেজ শো করতে গিয়ে কামরুন্নেসার সঙ্গে পরিচয় হয় রুমির। এরপর চোখাচোখি, প্রেম তারপর বিয়ে। বিয়ের বছর খানেকের মাথায় রুমি-কামরুন্নেসার কোলজুড়ে আসে একপুত্র সন্তান।


তবে কামরুন্নেসাকে বিয়ে করার কয়েক মাস পর প্রথম স্ত্রী অনন্যার করা নারী নির্যাতন মামলায় কারাগারেও যেতে হয়েছিল রুমিকে। এরপর বিভিন্ন শর্ত মেনে বছর দেড়েক আগেই অনন্যার সঙ্গে আনুষ্ঠানিক ডিভোর্স হয় রুমির।

এনই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।