ফোনে হুমকির অভিযোগ অরুণা বিশ্বাসের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৩ অক্টোবর ২০২২
অরুণা বিশ্বাস/ফাইল ছবি

মোবাইল ফোনে একটি নম্বর থেকে প্রতিনিয়ত হুমকি-ধমকি আর অশ্লীল কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকাই সিনেমায় এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস।

রোববার (৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগ করেন অরুণা বিশ্বাস। একটি ফোন নম্বর উল্লেখ করে তিনি লিখেছেন, ‘এই নম্বর থেকে প্রতিনিয়ত হুমকি, ধামকি আর অশ্লীল কথা বলা হচ্ছে। ট্রু কলারে নাম দেখানো হচ্ছে মনি।’

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জাগো নিউজকে জানিয়েছেন অরুণা বিশ্বাস।

সরকারি অনুদানের ‘অসম্ভব’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অরুণা বিশ্বাস।

jagonews24

১৯৮৪ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে অরুণা বিশ্বাসের। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাপাডাঙার বউ’ ছবিতে বাপ্পারাজের সঙ্গে জুটি বেঁধে তিনি চলচ্চিত্রে হাজির হন। তারপর থেকেই সাফল্যের পথ পাড়ি দিয়েছেন। ক্যারিয়ারে ইলিয়াস কাঞ্চন, রুবেল, মান্নাসহ দেশবরেণ্য আরও অনেক নায়কের সঙ্গেই জুটি বেঁধেছেন তিনি।

এই অভিনেত্রী জন্মেছেন সংস্কৃতিমনা এক পরিবারে। তার বাবা প্রয়াত অমলেন্দু বিশ্বাস ছিলেন ষাটের দশকে একজন জাঁদরেল যাত্রানট।

অরুণা বিশ্বাসের মা জোৎস্না বিশ্বাসও বাংলাদেশের মঞ্চ নাটক ও যাত্রাপলা শিল্পের একজন কিংবদন্তি। তিনি প্রায় ৩০০টিরও বেশি যাত্রাপালায় অভিনয় করেছেন এবং ২০টি যাত্রা পরিচালনাও করেছেন।

এমআই/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।