দ্বিতীয় সপ্তাহে ৪৫ হলে চলছে ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২

বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ গত ২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এ সিনেমার দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে ১০টি। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে ঢাকাসহ সারাদেশে মোট ৪৫টি হলে সিনেমাটি চলবে।

‘অপারেশন সুন্দরবন’ ছবির পরিচালক দীপংকর দীপন জানান, ছবির দর্শক দেখে হল মালিকরা আগ্রহী হয়েছেন দ্বিতীয় সপ্তাহেও চালাবেন। সঙ্গে আরও ১০টি যুক্ত হলো। সর্বমোট ৪৫টি হলে চলবে অপারেশন সুন্দরবন।

র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি. প্রযোজিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান, রিয়াজ, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।

দ্বিতীয় সপ্তাহে ঢাকার ভেতরে হলের তালিকায় আছে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার-এস কে এস টাওয়ার মহাখালী, বিজয় সরণি, সনি স্কয়ার-মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (শ্যামলী), মধুমিতা (মতিঝিল), চিত্রামহল (ইংলিশ রোড), আনন্দ (ফার্মগেট), সৈনিক ক্লাব (বনানী), গীত সিনেমা (দোলাইরলাইপাড়), বিডিআর (পিলখানা)।

ঢাকার বাইরে দেখা যাবে সিনে স্কোপ (নারায়ণগঞ্জ), লায়ন সিনেমাস (কদমতলী, কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), চাঁদমহল (কাঁচপুর), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), সেনা অডিটরিয়াম (নবীনগর), সত্যবর্তী (শেরপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (ময়মনসিংহ), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল), মণিহার (যশোর), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ) হলে।

নতুন করে যুক্ত হয়েছে তামান্না (সৈয়দপুর), মডার্ন (দিনাজপুর), বিজিবি (সিলেট), নবীন (মানিকগঞ্জ), তাজ (নওগাঁ), সাধনা (রাজবাড়ী), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), বনলতা (ফরিদপুর)।

এমআই/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।