সঞ্চালককে গালিগালাজ করে বিপাকে দক্ষিণী অভিনেতা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২
শ্রীনাথ ভাসি/ছবি: সংগৃহীত

সাক্ষাৎকার দিতে এসে এক নারী সঞ্চালককে গালিগালাজ করে বিপাকে পড়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা শ্রীনাথ ভাসি। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।

সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, মুক্তি পেতে চলেছে মালায়ালম ছবি ‘চট্টবী’। সেই ছবির প্রচারণার অংশ হিসেবে এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেছিলেন অভিনেতা শ্রীনাথ। হঠাৎই এক প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। এরপর নারী সঞ্চালকের সঙ্গে অপ্রত্যাশিত আচরণ করেন এই অভিনেতা। ক্যামেরা বন্ধ হতেই গালিগালাজ করতে থাকেন শুটিংয়ের সঙ্গে জড়িতে অন্যদেরও।

বিজ্ঞাপন

এ ঘটনায় শ্রীনাথের বিরুদ্ধে পুলিশে অভিযোগও করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শ্রীনাথকে সোমবার (২৬ সেপ্টেম্বর) থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে একদিন সময় চাইলেও সেদিনই থানায় যান তিনি। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

এদিকে পুরো ঘটনায় হতবাক হয়েছেন শ্রীনাথের ভক্ত-অনুরাগীরা। অনেকে আবার মন্তব্য করেছেন ঘটনা সাজানো। এটাও হয়তো সিনেমার প্রচারণার অংশ। তবে ব্যাপারটি মোটেও তেমন নয়। ছবি মুক্তির আগেই বড় ধরনের বিপদে পড়লেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এরকম ঘটনা এবরাই প্রথম নয়। বেশ কয়েক বছর আগে এক রেডিও জকির (আরজে) সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন শ্রীনাথ।

ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।