এবার ওয়েব সিরিজে দেখা যাবে মিশা সওদাগরকে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

ঢাকাই সিনেমায় জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর কয়েকদিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, লিফটে আটকা পড়া মিশা নিজেকে খারাপ, দুর্নীতিবাজ মানুষ হিসেবে স্বীকার করছেন! তার এমন বক্তব্যে প্রথমে সবাই হকচকিয়ে যেতে পারেন। বাস্তব নাকি অভিনয়—বোঝা দায়!

অবশেষে জানা গেল, ভিডিওটি একটি ওয়েব সিরিজের। এবারই প্রথম বড় পর্দার খল অভিনেতাকে পাওয়া যাবে ওয়েবে। মিশাকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকির এ প্রজেক্টের নাম ‘যদি আমি বেঁচে ফিরি’।

তানিম পারভেজের নির্মিত এ ওয়েব সিরিজে মিশার সঙ্গে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, দিলরুবা দোয়েল প্রমুখ।

২৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এটি। প্রযোজনা প্রতিষ্ঠানের শর্তের কারণে বিস্তারিত কিছু বলতে চাননি মিশা সওদাগর। শুধু বললেন, বাস্তবে আমি ভীষণভাবে লিফট ভয় পাই। যতটা সম্ভব এড়িয়ে চলি। অথচ গল্পের প্রয়োজনে সেই লিফটেই আটকা পড়তে হলো। ভয়েস নিয়েও কিছু এক্সপেরিমেন্ট করতে হয়েছে। সব মিলিয়ে কাজটা অনেক চ্যালেঞ্জিং ছিল।

সিনেমার বাইরে ওয়েবের কাজ নিয়েও ইদানীং বেশ আগ্রহী তিনি। তার মতে, মূলধারার সিনেমা কিছুটা চেনা ছকে নির্মিত হয়। কারণ, সিনেমায় প্রযোজকের লগ্নি ফেরতের বিষয়টি মাথায় রাখতে হয়। ওয়েবের ব্যাপারটি ভিন্ন। এক্সপেরিমেন্টের সুযোগ আছে। এছাড়া ওটিটিতে সেন্সর নেই, তাই অনেক ধরনের গল্প বলা যায়।

এদিকে সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ততায় ডুবে আছেন মিশা সওদাগর। শুটিং, ডাবিং মিলিয়ে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তার শিডিউল লকড।

এমআই/এসএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।