টস জিতে ব্যাট করছে পাকিস্তান
যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৮ রান।
বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও, শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ ঘাম ঝড়িয়ে জিততে হয়েছে ২ বারের চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলে কিছুটা স্বস্তিতে পাকিস্তানের যুবারা। কারণ, যুব ওয়ানডেতে দু`দলের ১৯ ম্যাচে পাকিস্তানের জয় ১২টিতে।
অন্যদিকে, সি গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টারে নাম লিখিয়েছে ক্যারিবিয় যুবারা। ফিজির বিপক্ষে বড় জয় পেলেও, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ছিল বিতর্কিত। তারপরও সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের মুখোমুখি লারার উত্তরসূরিরা।
এমআর/এসএম