পাকিস্তানের ১৭ খেলোয়াড়-কর্মকর্তাকে ভিসা দেয়নি ভারত


প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

১২তম সাউথ এশিয়ান (এসএ) গেমসের পাঁচটি ইভেন্টে পাকিস্তানের ১৭ জন খেলোয়াড়-কর্মকর্তাদের ভিসা দেয়নি ভারত সরকার। তবে কী কারণে ভিসা দেয়া হয়নি, তা জানা যায়নি। ইভেন্টগুলো হলো স্কোয়াশ, কাবাডি, টেবিল টেনিস, কুস্তি ও জুডো।

চলমান আসরে ২৩টি ইভেন্টে সর্বমোট ৩৩৭ জন পাকিস্তানি খেলোয়াড়-কর্মকর্তার অংশ নেয়ার কথাছিল। কিন্তু ১৭ জন খেলোয়াড় ও কর্মকর্তাকে ভিসা না দেয়ার কারণে সেই সংখ্যা কিছুটা হলেও কমে গেছে দলটির। তবে ভারতের সঙ্গে সর্ম্পকে ছেদ যে আবারো পড়লো তা বলাই যায়।

কিন্ত ইভেন্ট শুরুর আগে থেকেই পাকিস্তান দলকে নিয়ে বাড়তি মনোযোগ দিয়েছিল ভারত। বিমানবন্দর থেকে শুরু করে এখন পর্যন্ত পাকিস্তানকে দেখভালটা ভালোই করছে স্বাগতিকরা। স্বাগত জানানো থেকে শুরু করে বাড়তি নিরাপত্তা-বিভিন্ন সুবিধাসহ সবকিছুই।

তারপরও ভিসা না পাওয়ায় বেশ অসন্তুষ্ট পাকিস্তান দলের কর্মকর্তারা। তৃতীয় দিন শেষে ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ ১৩টি পদক নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছে পাকিস্তান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।