আসছে ব্রিকস ব্যাংক


প্রকাশিত: ০৬:৪২ এএম, ১৬ জুলাই ২০১৪

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে হতে যাচ্ছে ব্রিকস ব্যাংক। মঙ্গলবার ব্রিকসভুক্ত পাঁচটি দেশের নেতারা ব্রাজিলের ফোর্তালেজা শহরে অনুষ্ঠিত সম্মেলনে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ব্যাংকটির নামকরণের প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর বহুজাতিক উন্নয়ন সংস্থাটি গঠনের ঘোষণা দেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ।  চীনের সাংহাইয়ে হবে ব্রিকস ব্যাংক-এর সদর দফতর। ব্যাংকটির প্রাথমিক মূলধন হবে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। আর ব্যাংকটির প্রথম প্রেসিডেন্ট হবে ভারত।

প্রসঙ্গত, ব্রিকসভুক্ত পাঁচটি দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা বিশ্বের এক-পঞ্চমাংশ জিডিপির মালিক। নবগঠিত এই ব্যাংকটিকে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো পশ্চিমা বহুজাতিক উন্নয়ন সংস্থার প্রতিযোগী হিসেবে মনে করা হচ্ছে। বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।