`আমরাও পারি`তে মাশরাফি-সৌম্য


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

মাশরাফি নামে এখন অনুপ্রাণিত হয় এ দেশের লাখো-কোটি তরুণ প্রাণ। মাশরাফির জীবন সংগ্রাম অনুপ্রেরণা জোগায় কিশোর-তরুণদের। মাশরাফিরা মাঠে নামলে কোটি মানুষ প্রার্থনায় বসে যায় তাদের সাফল্য কামনায়। আর মাশরাফিরা কোটি মানুষের প্রার্থনাকে বাস্তবে রূপ দেন বিজয় উপহার দিয়ে। অবশেষে তাদের জয়ে বিশ্বমঞ্চে পতপত করে উড়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

Mashrafeeশুধু মাঠে কেন, মাশরাফিরা হতে পারেন অন্য যে কোন সেক্টরে সাধারণ মানুষের অনুপ্রেরণার উৎস। যে কোন সমস্যায়, যে কোন সম্ভাবনায় একসঙ্গে যদি সবাই ঝাঁপিয়ে পড়ে কোন কাজ করে, তাহলে তাতে সাফল্য আসবেই। মানুষের এই পারার শক্তিকে জাগিয়ে তুলতেই বিবিসি`র উদ্যেগে পরিচালিত হচ্ছে, `আমরাই পারি`।

দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে মানুষের নানাবীদ সমস্যা সমাধানে এগিয়ে যাচ্ছে `আমরাই পারি` ইভেন্টের সদস্যরা। তারা কাজ যতটুকু না নিজেরা করে, তার চেয়েও বেশি মানুষকে উদ্বুর্ধ্ব করে সম্মিলিতভাবে সমস্যা সমাধানে। নানাভাবে সচেতনতা তৈরী করে চলেছে `আমরাই পারি`। এই সচেতনতা তৈরীতে সাধারণ মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করে তুলতে এবার `আমরাই পারি`তে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রঙ্গিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। সঙ্গে আনা হয়েছে সৌম্য সরকার, নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক জাহানারা আলম এবং সাবেক অধিনায়ক সালমা খাতুনকে।

Soummo
`আমরাই পারি`র অফিসিয়াল ফেসবুক পেজে এ সম্পর্কে লিখা হয়েছে, `আমরাই পারি অনুষ্ঠানের একটা স্পেশাল পর্বে আগামী রবিবার আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মাশরাফি - সাথে আরও যোগ দিয়েছেন সৌম্য, জাহানারা এবং সালমা! সাতক্ষীরার এমন একটা এলাকায় তারা গেছেন যেখানকার মানুষেরা বছরের প্রায় ৯ মাস জলাবদ্ধ অবস্থায় থাকেন। আর এই পর্বটি দেখতে পারবেন আগামী রবিবার রাত ৮টায় এটিএন বাংলায়। কিন্তু আপনারা যদি এখনি এই পর্বের একটু অংশ দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখে নিন - আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না!`

Salma
আমরাই পারি`র অফিসিয়াল পেজটিতে (https://www.facebook.com/bbcamraipariofficial) গেলে দেখা যাবে সাৎক্ষীরায় গিয়ে মাশরাফি সৌম্যদের সচেতনতা তৈরীর নানা কর্মকাণ্ডের দৃশ্য (ভিডিও এবং স্থিরচিত্র)।



আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।