এফডিসিতে চলছে শূন্যের শুটিং


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
ছবি-মাহবুব আলম

এফডিসিতে জোহা মাল্টিমিডিয়া প্রযোজিত `শূন্য` চলচ্চিত্রের শূটিং চলছে।  নবীন পরিচালক বন্ধন বিশ্বাস চলচ্চিত্রটির পরিচালনা করছেন। ছবিটিতে অভিনয় করছেন ওমর সানি, রেসি, সানজিদা তন্ময়, তুরাজ খান, শিমুল খানসহ আরো অনেকে।

ছবির নির্মাতা বন্ধন বিশ্বাস জাগো নিউজকে বলেন, সামাজিক টানাপোড়েনের গল্পে নির্মিত হচ্ছে `শূন্য`। ছবির সত্তর শতাংশ দৃশ্যধারণের কাজ ইত্যোমধ্যে শেষ হয়েছে। এর আগে গাজীপুর, সুত্রাপুর, সাভারসহ বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণের কাজ হয়।`

FDC-movie
নির্মাতা আশা প্রকাশ করে বলেন, মৌলিক গল্পে নির্মিত এ ছবিটি সবার কাছে ভালো লাগবে।

এদিকে, শূন্য` ছবির মাধ্যমে প্রায় দুই বছর পর আবারো বড়পর্দায় ফিরছেন চিত্রনায়িকা রেসি। তিনি বলেন, `পারিবারিক কারণে অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। এ ছবির মাধ্যমে আবারো নিয়মিত হবো। ছবির গল্পটা অনেক সুন্দর এবং পারিবারিক ঘরানার। আশাকরি ছবিটি সবার ভালো লাগবে।`

FDC-movie
`শূন্য` ছবির সংগীত পরিচালনায় থাকছেন হুমায়ূন এবং কিশোর। কাহিনী চিত্রনাট্য এবং সংলাপ করেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস নিজেই।

নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, কিছুদিনের মধ্যেই ছবিটির নির্মাণ কাজ শেষ হবে এবং চলতি বছরের মাধামাঝিতে ছবিটি মুক্তি দেয়া হবে।

এনই/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।